কনটেন্ট তৈরিতে জিফোর্স থেকে পিছিয়ে আর্ক জিপিইউ
গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) বাজারে শক্ত অবস্থান তৈরিতে আর্ক সিরিজ বাজারজাতের সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি জায়ান্ট ইনটেল। সম্প্রতি ইউনিটটি নিয়ে পরীক্ষা চালিয়েছে কাস্টম পিসি বা কম্পিউটার বিল্ডার পুগেট সিস্টেম। পরীক্ষায় দেখা যায়, এনভিডিয়ার আরটিএক্স ৩০৬০-এর তুলনায় কনটেন্টে তৈরিতে আর্কের কার্যক্ষমতা অনেকটাই কম। খবর টেকরাডার।
১২ অক্টোবর ইনটেল আর্ক এ৭৫০ ৮ জিবি ভার্সন ও আর্ক এ৭৭০ ১৬ জিবি গ্রাফিকস কার্ড উন্মোচন করা হয়। কাস্টম পিসি বিল্ডার সংস্থাটি এনভিডিয়ার জিফোর্সের সঙ্গে ইনটেলের জিপিইউর পার্থক্য দেখতে পায়। ইনটেলের জিপিইউ মূলত গেমিং নির্ভর হলেও পরবর্তী কার্যকারিতা হিসেবে কনটেন্ট তৈরিতে এটি ব্যবহার করা যায়। সংস্থাটি জানায়, কনটেন্ট তৈরির বেশকিছু ক্ষেত্রে আমরা সফটওয়্যার সাপোর্ট পাইনি। কিছু কিছু ক্ষেত্রে নির্দিষ্ট কিছু ফিচার যথাযথভাবে কাজ করেনি।
ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যারগুলোর মধ্যে অন্যতম দ্য ভিঞ্চি রিজলভে একাধিক পরীক্ষা চালানো হলেও আর্ক সিরিজের দুটো গ্রাফিকস কার্ডই জিফোর্স আরটিএক্স ৩০৬০ ১২ জিবি ভার্সনের তুলনায় কম কাজ করেছে। আর্কের তুলনায় এনভিডিয়ার গ্রাফিকস প্রসেসিং ইউনিটের কার্যকারিতা ২০-৩০ শতাংশ গতিশীল। এইচ.২৬৪ এনকোডিং ও ডিকোডিংয়ের দিক থেকে দুটি জিপিইউর মধ্যে নামমাত্র প্রতিযোগিতা হয়েছে। এদিক থেকে জিফোর্স আরটিএক্স ৩০৬০ ইনটেলের দুটিকেই ছাড়িয়ে গেছে।
এনকোডিংয়ের দিক থেকে ভালো সংবাদ পাওয়া গিয়েছে। আর্ক এ৭৭০-এর সঙ্গে আইজিপিইউ যুক্ত করে চালানোর পর সংস্থাটি কোর আই৯ ১২৯০০কে-তে থাকা গতানুগতিক এনকোডারের পরিবর্তে ৪৩ শতাংশ বেশি পেয়েছে। অন্যদিকে ইনটেলের আইজিপিইউর তুলনায় তা ৩২ শতাংশ বেশি দ্রুতগতির। আর্ক এ৭৫০ আর কম গতিসম্পন্ন হলেও প্রতিষ্ঠানটির দাবি এটি ভালো কিছু রেজাল্ট দেখাতে পেরেছে।
অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস, আনরিয়েল ইঞ্জিন এমনকি থ্রিডি মডেলিং ও অ্যানিমেশন সফটওয়্যারেও বেঞ্চমার্ক পরীক্ষা করা হয়েছে। এখানে আর্ক৭৭০ ভালো পারফরম্যান্স দেখিয়েছে।

কোন মন্তব্য নেই