স্টাডিয়া গেমিং পরিষেবা বন্ধ করতে যাচ্ছে গুগল
সাম্প্রতিক সময়ে গুগলের উচ্চাভিলাষী পরিষেবার মধ্যে অন্যতম ডিজিটাল গেমিং সার্ভিস স্টাডিয়া বন্ধ হয়ে যাচ্ছে। ২০১৯ সালে চালু হওয়া পরিষেবাটি আগামী কয়েক মাসের মধ্যেই বন্ধ করে দেবে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। ধারণা করা হচ্ছে, ২০২৩ সালের ১৮ জানুয়ারি এটি কার্যকর হতে পারে। খবর এনগ্যাজেট।
যুক্তরাষ্ট্রের অন্যতম এ প্রযুক্তি জায়ান্টটি যখন তাদের খরচ কমাতে চাইছে তখনই এ ঘোষণা প্রকাশ্যে এল। বিশ্লেষকদের ধারণা, আকাঙ্ক্ষা অনুযায়ী গ্রাহকদের মধ্যে আকর্ষণ তৈরি করতে না পারায় এ পরিষেবাটি বন্ধের উদ্যোগ নিয়েছে গুগল।
এক ব্লগপোস্টে ঘোষণাটি দেয়ার সময় অ্যালফাবেটের মালিকানাধীন গুগলের ভাইস প্রেসিডেন্ট ফিল হ্যারিসন বলেন, স্ট্রিমিং পরিষেবা স্টাডিয়া বন্ধের কঠিন সিদ্ধান্ত আমরা নিয়েছি। গুগলের ক্লাউড স্ট্রিমিং প্রযুক্তিকে কাজে লাগানোর পাশাপাশি বড় পরিসরে গেম খেলার অভিজ্ঞতাকে ছড়িয়ে দিতেই এ উদ্যোগ।
প্রতিষ্ঠানটি জানায়, গুগল স্টোরের মাধ্যমে স্টাডিয়া হার্ডওয়্যার ও স্টাডিয়া স্টোর থেকে কেনা সব গেম ও অ্যাড-অন কনটেন্টের অর্থ গ্রাহকদের ফিরিয়ে দেয়া হবে। জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে রিফান্ড বা অর্থ ফেরত দেয়ার অধিকাংশ কার্যক্রম সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে ১৮ জানুয়ারি পর্যন্ত গেমাররা তাদের লাইব্রেরিতে থাকা গেমগুলো খেলতে পারবে।
গুগল আরো জানায়, অন্যান্য প্লাটফর্মে তাদের গেম সাপোর্ট চলমান থাকবে। এছাড়া গুগল প্লে ও প্লে গেমসের জন্য নতুন গেম তৈরি ও সরবরাহে ডেভেলপাররা কাজ অব্যাহত রাখবে।

কোন মন্তব্য নেই