দেশে স্যামসাংয়ের গ্যালাক্সি ওয়াচফাইভ উন্মোচন
ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের বাজারে গ্যালাক্সি ওয়াচ ৫ উন্মোচন করেছে স্যামসাং। দেশব্যাপী স্যামসাংয়ের সব স্টোরে নতুন স্মার্টওয়াচটি পাওয়া যাচ্ছে।
ব্যবহারকারীদের ঘুম ও স্বাস্থ্যের খেয়াল রাখা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের বিভিন্ন দিক নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করার জন্য সেরা মানের প্রযুক্তি ও বৈশিষ্ট্যের সমন্বয় ঘটানো হয়েছে গ্যালাক্সি ওয়াচফাইভ স্মার্টওয়াচটিতে। উন্নত স্লিপ ট্র্যাকিং প্রযুক্তির সাহায্যে ডিভাইসে থাকা আটটি বিশেষ আইকনের মাধ্যমে ঘুমের ধরন যাচাই করে সে অনুযায়ী সময় নির্ধারণ করা যাবে। এছাড়া নাক ডাকার অভ্যাস বুঝতে পারে এবং ঘুমের বিভিন্ন স্টেজ (অ্যাওয়েক, লাইট, ডিপ ও আরইএম) বুঝতে ও অনুসরণ করতে সক্ষম।
আগে বাজারে আসা অন্য স্মার্টওয়াচগুলোর চেয়ে বেশি সক্ষমতার ব্যাটারি এবং দ্রুত চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি ওয়াচফাইভ ত্রিশ মিনিটে ৪৫ শতাংশ চার্জ হয়। হেলথ সেন্সরগুলো কার্যকরভাবে নিয়ন্ত্রণ করার জন্য এতে আরো রয়েছে থ্রি-ইন-ওয়ান স্যামসাং বায়োঅ্যাক্টিভ সেন্সর, বায়োইলেকট্রিক্যাল ইম্পিডেন্স অ্যানালাইসিস সেন্সর, ইলেকট্রিক্যাল হার্ট সেন্সর (ইসিজি) ও অপটিক্যাল হার্ট রেট সেন্সর।
আগ্রহীরা এখন কোনো ইন্টারেস্ট ছাড়াই ছয় মাসের ইএমআই সুবিধাসহ ১০ হাজার টাকা ক্যাশব্যাক অফারে গ্যালাক্সি ওয়াচফাইভ কিনতে পারবেন। পাশাপাশি ৫ হাজার টাকার ফোল্ডেবল বান্ডেল ক্যাশব্যাকও পাওয়া যাবে।
স্যামসাং ইলেকট্রনিকসের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, দেশের বাজারে ব্যতিক্রমী গ্যালাক্সি ওয়াচফাইভ নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। উদ্ভাবনী প্রযুক্তির সমন্বয়ে তৈরি স্যামসাং গ্যালাক্সি ওয়াচফাইভের বর্তমান বাজারমূল্য ৪২ হাজার ৯৯৯ টাকা।

কোন মন্তব্য নেই