বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা নিতে বাধা নেই - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা নিতে বাধা নেই


বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।


হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে করা এক আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। 


আপিল বিভাগের চেম্বার আদালতের এ আদেশের ফলে ২৮ অক্টোবর নিয়োগ পরীক্ষাটি নিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ। 


এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত রোববার হাইকোর্ট রুল দিয়ে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগ পরীক্ষা এক মাসের জন্য স্থগিত করেন। বিজ্ঞপ্তি অনুসারে ২৮ অক্টোবর নিয়োগ পরীক্ষাটি হওয়ার কথা।

কোন মন্তব্য নেই