‘আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ’- অশ্বিনকে বললেন কার্তিক
ইনিংসের শেষদিকে বিধ্বংসী ব্যাটিং আর খেলায় ফিনিশিং টাচ দেওয়ার যোগ্যতায় ভারতের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন দিনেশ কার্তিক। ক্যারিয়ারের শেষপ্রান্তে থাকা এই অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার কিন্তু প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নিজের ‘ফিনিশার’ উপাধির মান রাখতে পারেননি। তাতে অবশ্য ভারতের জয় আটকায়নি। শেষ বলে ভারতকে জয় এনে দেন রবিচন্দ্রন অশ্বিন।
এতে কার্তিকের বুক থেকে যেন পাথর নেমে যায়।
রুদ্ধশ্বাস ম্যাচে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ২ বলে ২ রান। সেই সময় আউট হয়ে যান কার্তিক। তিনি ভালো করেই জানেন, ম্যাচটি যদি ভারত হেরে যেত তাহলে তাকেই দায় নিতে হতো। তাই পরবর্তী ম্যাচ খেলতে মেলবোর্ন থেকে সিডনি যাওয়ার আগে অশ্বিনকে ধন্যবাদ জানাতে ভোলেননি কার্তিক। বিসিসিআইয়ের পোস্ট করা একটা ভিডিওতে অশ্বিনের উদ্দেশে কার্তিককে বলতে শোনা যায়, ‘পাকিস্তান ম্যাচে আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। তুমি ঠাণ্ডা মাথায় দলকে জিতিয়েছ। ’
কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য অশ্বিনের প্রশংসা করেছেন ওই ম্যাচের নায়ক বিরাট কোহলিও। তিনি বলেছেন, ‘কার্তিক আউট হওয়ার পর আমি অশ্বিনকে বলেছিলাম, কাভারের ওপর দিয়ে মারতে। কিন্তু সেই সময় অশ্বিন দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে প্রথমে ব্যাকফুটে চলে যায়। কিন্তু পায়ের দিকে বল আসতে দেখে আবার সরে আসে। আম্পায়ার ওয়াইড সিগন্যাল দেয়। সেই পরিস্থিতিতে ফিল্ডারদের গ্যাপ দিয়ে বল পাঠানোর প্রয়োজন ছিল। ঠিক সেটাই করেছে অশ্বিন। ’

কোন মন্তব্য নেই