ব্রাজিল কোচের পদত্যাগ, অবসরের ইঙ্গিত নেইমারের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্রাজিল কোচের পদত্যাগ, অবসরের ইঙ্গিত নেইমারের


ক্রোয়েশিয়ার সঙ্গে গতকাল রাতে টাইব্রেকারে হেরে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে ব্রাজিল। এ হারের পর পদত্যাগ করতে দেরি করেননি কোচ তিতে। ম্যাচ শেষ হওয়ার পর অবসরের ঘোষণা দেন তিনি। এদিকে কোচ তিতের পরপর অবসরের ইঙ্গিত দিয়েছেন নেইমারও। খবর বিবিসি। 


নেইমার জানান, বিশ্বকাপ থেকে ব্রাজিলের বেরিয়ে যাওয়ার পরেও খেলা চালিয়ে যাবেন এ বিষয়ে তিনি শতভাগ নিশ্চয়তা দিতে পারেন না।


১৮ বছর বয়সে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হওয়া নেইমার বলেন, আমি জাতীয় দলের হয়ে খেলা বন্ধ করছি না। তবে আমি শতভাগ নিশ্চয়তাও দিচ্ছি না যে আমি দলে ফিরব। আমার ও জাতীয় দলের জন্য মঙ্গলজনক হয় এমন সিদ্ধান্ত নিতে আরো কিছুটা সময় ভাবতে হবে বলেনও জানান নেইমার।  


এদিকে লম্বা সময় ধরে ব্রাজিল দলের কোচের দায়িত্বে ছিলেন তিতে। তার অধীনে রাশিয়া বিশ্বকাপে ব্যর্থ হলেও কোপা আমেরিকা জেতে ব্রাজিল। ২০১৬ সাল থেকে কোচের দায়িত্বে থাকা তিতের কৌশল নিয়ে সাম্প্রতিক বছরগুলোয় বেশ সমালোচনা হচ্ছিলো।


বিশেষ করে ইউরোপীয় দলগুলোর বিপক্ষে ভালো পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে পারছিলেন না তিতে। রাশিয়া বিশ্বকাপে তার অধীনে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা হেরেছিল বেলজিয়ামের কাছে। এবার টাইব্রেকারে ৪-২ ব্যবধানে ক্রোয়েশিয়ার কাছে হারল ব্রাজিল।

কোন মন্তব্য নেই