ইউক্রেনে সাড়ে ২৭ কোটি ডলারের সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইউক্রেনে সাড়ে ২৭ কোটি ডলারের সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের


ইউক্রেনে নতুন করে সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যার আর্থিক মূল্য সাড়ে ২৭ কোটি ডলার। পাশাপাশি ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বিঘ্নিত করার প্রতিশ্রুতি দিয়েছে। খবর রয়টার্স।


সম্প্রতি একজন ব্রিটিশ দূত বলেছেন, মস্কো শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চাইছে। বিনিময়ে অভূতপূর্ব সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তারা।


তবে ইউক্রেনের লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইরানের ড্রোন ব্যবহার করছে, পশ্চিমাদের এমন অভিযোগ অস্বীকার করে আসছে তেহরান ও মস্কো।


এর আগে গত অক্টোবরে ইরানি কূটনৈতিকদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছিল, ইরান রাশিয়াকে ভূপৃষ্ঠ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পাশাপাশি আরো ড্রোন সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে।


হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ইরান ও রাশিয়ার মধ্যে ‌‘গভীর ও ক্রমবর্ধমান প্রতিরক্ষা অংশীদারিত্ব’ নিয়ে ওয়াশিংটন খুবই উদ্বিগ্ন। সেই সম্পর্ককে ব্যাহত করতে কাজ করবে তারা।


তিনি বলেন, ওয়াশিংটন বিমান প্রতিরক্ষা শক্তিশালী করতে এবং ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনে সাড়ে ২৭ কোটি ডলারের সহায়তা পাঠাচ্ছে।


এর আগে জাতিসংঘে ব্রিটেনের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড বলেন, ইরানের পাঠানো শত শত ড্রোন ইউক্রেনে ব্যবহার করেছে মস্কো।


তিনি সাংবাদিকদের বলেন, ‌রাশিয়া এখন আরো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ আরো অস্ত্র সংগ্রহের চেষ্টা করছে। এর বিনিময়ে অভূতপূর্ব সামরিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে তেহরানকে।


জাতিসংঘে ইরানি ও রুশ মিশন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

কোন মন্তব্য নেই