আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ চলাকালে মার্কিন ক্রীড়া সাংবাদিকের মৃত্যু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ চলাকালে মার্কিন ক্রীড়া সাংবাদিকের মৃত্যু


যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফুটবল সাংবাদিক গ্রান্ট ওয়াল মারা গিয়েছেন। গতকাল শুক্রবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের বিশ্বকাপ ম্যাচটি কভার করার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর এপি।


লুসাইল আইকনিক স্টেডিয়ামে সাংবাদিকদের জন্য নির্ধারিত বক্সে বসে গ্রান্ট খেলা দেখছিলেন। হঠাৎ তিনি অসুস্থ হয়ে আসনে এলিয়ে পড়েন। এরপর সহকর্মীদের আহ্বানে দ্রুত সাড়া দেয় জরুরি পরিষেবা কর্মীরা।


লস অ্যাঞ্জেলস টাইমস জানায়, প্যারামেডিকরা স্টেডিয়ামে আধাঘণ্টার মতো চিকিৎসা দেন। পরে আজ শনিবার (১০ ডিসেম্বর) সকালে কাতারের একটি হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।


এর আগে গত বুধবার টুইট করে নিজের জন্মদিনের কথা জানান এই সাংবাদিক। পরিচিতজনরা বলছেন, গ্রান্ট ওয়ালের বয়স হয়েছিল ৪৯ বছর।


গ্রান্টের মৃত্যুর খবরে ইউএস সকার ফেডারেশন এক বিবৃতিতে শোক জানিয়ে বলেছে, মানবাধিকারকে এগিয়ে নিতে খেলার শক্তিতে গ্রান্টের বিশ্বাস ছিল। তিনি সবার জন্য অনুপ্রেরণা। গ্রান্ট ফুটবলকে তার জীবনের অংশ করে তুলেছিলেন।


এই নিয়ে অষ্টমবারের মতো বিশ্বকাপ কভার করছিলেন গ্রান্ট ওয়াল। তার ওয়েবসাইট সূত্রে জানা যায়, কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। কাতারে থাকাকালেও তাকে হাসপাতালে যেতে হয়েছে।


তিনি বলেন, তিন সপ্তাহ ধরে সামান্য ঘুম, প্রচুর চাপ ও প্রচুর কাজে আমার শরীর ভেঙে পড়েছে।


ঠাণ্ডার সমস্যায়ও ভুগছিলেন গ্রান্ট ওয়াল। বিশেষ করে যুক্তরাষ্ট্র-নেদারল্যান্ডস খেলার রাতে ‘বুকের ওপর চাপ ও নতুন অস্বস্তি’ অনুভব করছিলেন বলে জানান।


গত ২৩ নভেম্বর ওয়েলসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ম্যাচে এলজিবিটিকিউ অধিকারের সমর্থনে এই সাংবাদিক একটি রেইনবো টি-শার্ট পরেছিলেন। কিন্তু তাকে স্টেডিয়ামে ঢুকতে বাধা দেয়া হয়। পরে গ্রান্ট ওয়াল জানান, ফিফা তার কাছে ক্ষমা চেয়েছে।

কোন মন্তব্য নেই