মধুমতি ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মধুমতি ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা


বেসরকারি মধুমতি ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে লোকবল নেবে ব্যাংকটি। এ পদে আবেদনের জন্য লাগবে না কোনো অভিজ্ঞতা। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।


প্রার্থীকে এমবিএম/এমবিএ/মাস্টার্স পাস হতে হবে। শিক্ষাজীবনে অন্তত ৩টি প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে ও লেভেলে ন্যূনতম ‘৫ বি’ এবং এ লেভেলে ন্যূনতম ‘২ বি’ থাকতে হবে।


প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। দেশের যেকোনো স্থানে চাকরি করার মানসিকতা থাকতে হবে। ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে নির্বাচিতদের মাসিক মোট বেতন হবে ৪৫ হাজার টাকা। দুই বছরের প্রশিক্ষণকালীন সময় শেষে চাকরি স্থায়ী হলে এক্সিকিউটিভ অফিসার হিসেবে মাসিক বেতন হবে ৬২ হাজার টাকা এবং ব্যাংকের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা।


আবেদনের শেষ তারিখ ১২ জানুয়ারি ২০২৩। মধুমতি ব্যাংকের ওয়েবসাইটের www.modhumotibankltd.com/career মাধ্যমে প্রার্থীদের আবেদন করতে হবে।

কোন মন্তব্য নেই