শ্রীলঙ্কায় নতুন ধরনের ভিসা চালু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শ্রীলঙ্কায় নতুন ধরনের ভিসা চালু


শ্রীলঙ্কার মন্ত্রিসভা কলম্বো পোর্ট সিটিতে বিদেশীদের জন্যে বিনিয়োগ, কর্মসংস্থান ও আবাসিক ভিসা চালুর অনুমোদন দিয়েছে। বিদেশী বিনিয়োগ আকৃষ্ট এর মূল লক্ষ্য।


মন্ত্রিসভার মুখপাত্র বান্দুলা গুণবর্ধন মঙ্গলবার এ কথা জানান।


এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রস্তাবটি উত্থাপন করেন জননিরাপত্তামন্ত্রী তাইরান এলেস।


গুণবর্ধন বলেন, পোর্ট সিটিকে সচল ও সক্রিয় রাখতে এ ধরনের ভিসা গুরুত্বপূর্ণ।


তিনি আরো বলেন, শ্রীলঙ্কা আশা করছে আগামী বছরগুলোতে পোর্ট সিটি বিদেশী বিনিয়োগের মূল কেন্দ্র হয়ে উঠবে।


সমুদ্র থেকে পুনরুদ্ধার করা ২৬৯ হেক্টর এলাকা নিয়ে বিস্তৃত পোর্ট সিটিতে ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট, সেন্ট্রাল পার্ক লিভিং, দ্য মারিয়ানা ও ইন্টারন্যাশনাল আইল্যান্ডসহ মোট পাঁচটি অঞ্চল থাকবে।

কোন মন্তব্য নেই