দক্ষিণ কোরিয়ার কফি আমদানি বেড়েছে ৪৫.১% - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দক্ষিণ কোরিয়ার কফি আমদানি বেড়েছে ৪৫.১%


২০২২ সালের প্রথম ১১ মাসে ১১৯ কোটি ডলারের কফি আমদানি করেছে। গত বছরের একই সময়ের চেয়ে দেশটির কফি আমদানি বেড়েছে ৪৫ দশমিক ১ শতাংশ। আজ সোমবার প্রকাশিত সরকারি উপাত্তে এ তথ্য উঠে এসেছে। খবর ইয়োনহাপ এজেন্সি।


প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার কফি আমদানি ১০০ কোটি ডলার ছাড়িয়েছে বলে জানায় দেশটির শুল্ক বিভাগ। পরিমাণের দিক থেকে গত বছর ১ লাখ ৮৭ হাজার ৭৯০ টন কফি আমদানি করেছে দক্ষিণ কোরিয়া। এর আগের বছরের একই সময়ে আমদানি হয়েছিল ১ লাখ ৭১ হাজার ৯৯০ টন। 


২০১৮ সালের পর থেকেই দক্ষিণ কোরিয়ার কফি আমদানি বাড়তে শুরু করে। এশিয়ার চতুর্থ বৃহত্ অর্থনীতিতে কফির জনপ্রিয়তায় ভর করে নতুন নতুন অনেক কফি শপ চালু হয়েছে।


ডিসেম্বর শেষে দক্ষিণ কোরিয়ায় কফি শপের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার। যা আগের বছরের চেয়ে ১৭ দশমিক ৪ শতাংশ বেড়েছে। দেশটিতে কফি শপের সংখ্যা রেকর্ড সর্বোচ্চে দাঁড়িয়েছে বলে জানায় ইয়োনহাপ এজেন্সি।

কোন মন্তব্য নেই