৩ হাজারের বেশি কর্মী ছাঁটাই করবে গোল্ডম্যান স্যাকস
চলতি সপ্তাহেই তিন হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে গোল্ডম্যান স্যাকস। বিষয় সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে। খবর রয়টার্স।
বুধবার থেকেই ছাঁটাই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সূত্রগুলো। চলতি বছরে অর্থনৈতিক সংকটের আশঙ্কাকে সামনে রেখে ব্যয় সংকোচন নীতিতে এগুচ্ছে ওয়াল স্ট্রিটভিত্তিক ঋনদাতা প্রতিষ্ঠানটি।
একটি সূত্র বলছে, ৩ হাজারের বেশি কর্মী ছাঁটাই হচ্ছে। তবে চূড়ান্ত সংখ্যা এখনই বলা যাচ্ছেনা।
এর আগে রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছিল, ৩ হাজার ২০০ কর্মী ছাঁটাই করবে গোল্ডম্যান স্যাকস।
ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে এক তৃতীয়াংশেরও বেশি এর মূল ট্রেডিং ও ব্যাংকিং ইউনিটের মধ্যে থেকে হবে বলে ইঙ্গিত দেয়া হয়েছে।
এ ব্যাপারে কোম্পানিটির এক মুখপাত্র মন্তব্য করতে রাজি হয়নি।

কোন মন্তব্য নেই