ঘুমের সময় জানাবে টিকটক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঘুমের সময় জানাবে টিকটক


তথ্যপ্রযুক্তির যুগে স্মার্টফোন, ট্যাব, কম্পিউটারসহ বিভিন্ন ডিভাইস নির্ভরতার কারণে মানুষের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে, যার মধ্যে অন্যতম হলো ঠিক সময়ে ঘুমানো। এ বিষয়ে সচেতন করতে স্লিপ রিমাইন্ডার নামক নতুন একটি ফিচারের পরীক্ষা চালাচ্ছে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক। খবর টেকটাইমস।


নতুন ফিচারটি রাত জেগে টিকটকের ভিডিও দেখার সময় ব্যবহারকারীদের ঘুমানোর ব্যাপারে জানানো হবে। প্লাটফর্মটিতে সময় কাটানো নিয়ে ব্যবহারকারীদের অনেকেই দীর্ঘদিন থেকে অভিযোগ করে আসছে। বিশেষ করে রাতের বেলায় ভিডিও দেখার কারণে ঘুমের সময় কমে যায়। এসব অভিযোগ আমলে নিয়ে ঘুমের সময় ব্যবহারকারীকে সতর্ক করতে ফিচারটির উন্নয়নে কাজ করছে প্লাটফর্মটি।


বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীদের নিয়ে এরই মধ্যে ফিচারটির পরীক্ষা শুরু করেছে চীনভিত্তিক বাইটড্যান্সের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমটি। এতে ব্যবহারকারীকে ঘুমাতে যাওয়ার জন্য সতর্ক করার পাশাপাশি ৭ ঘণ্টা ঘুমানোর সময় সব ধরনের নোটিফিকেশন আসা বন্ধ রাখার অপশনও রয়েছে। বলে রাখা ভালো, ভিডিও শেয়ারিংয়ের আরেকটি প্লাটফর্ম ইউটিউবও ব্যবহারকারীদের জন্য একই ধরনের ফিচার আগে চালু করেছে, যেখানে ব্যবহারকারীদের কখন ঘুমাতে যেতে হবে সে বিষয়ে জানানো হয়।


দ্য ভার্জ প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২০ সালের মে মাসে ইউটিউব ফিচারটি প্রকাশ্যে আনে। ফিচারটি অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্ম ব্যবহারকারীদের প্লাটফর্মে রাত জেগে ভিডিও দেখার পরিবর্তে ঘুমাতে যাওয়ার নির্দেশনা দিয়ে থাকে। পণ্য বিশ্লেষক কোম্পানি ওয়াচফুল ডটএআইর শেয়ার করা স্ক্রিনশটে অ্যাপের সেটিংয়ে থাকা স্ক্রিন টাইম অপশনে নতুন ফিচারটির দেখা মিলেছে। ফিচারটি পরীক্ষার জন্য ব্যবহারকারীরা শিগগিরই স্লিপ রিমাইন্ডারস নামে নতুন একটি অপশন দেখতে পারবে।


প্লাটফর্মটির একজন মুখপাত্র জানান, ব্যবহারকারীর সুস্বাস্থ্যের কথা বিবেচনায় বিভিন্ন নতুন উপায় নিয়ে টিকটক প্রতিনিয়ত কাজ করছে। স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন উপায় নিয়েই টুলটি বা ফিচারটি তৈরি করা হয়েছে।


২০২২ সালের জুনে ব্যবহারকারী এক বসায় কতক্ষণ সময় কাটায়, সেটি নিয়ন্ত্রণে নতুন টুল চালু করেছিল টিকটক। পাশাপাশি এতে নিয়মিত স্ক্রিন টাইম বিরতির সময়সূচি নির্ধারণের সুবিধাও যুক্ত করা হয়েছিল। ডিফল্ট হিসেবে ব্যবহারকারীকে ১০, ২০ বা ৩০ মিনিট বিরতি বাছাইয়ের পরামর্শ দেয় অ্যাপটি। ব্যবহারকারী চাইলে সময় বাড়াতে ও কমাতে পারবে।

কোন মন্তব্য নেই