সিলেট স্ট্রাইকার্সের টানা তিন জয়
চলতি বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের জয়রথ ছুটছেই। টানা তিন জয় তুলে নিল মাশরাফি বিন মর্তুজার দল। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুরের ম্যাচে তারা ৫ উইকেটে হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা এ নিয়ে টানা দুই ম্যাচে হারল। এদিকে, আজ সন্ধ্যায় মুখোমুখি হবে দুই হারা দল খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
টস জিতে আগে ফিল্ডিং নেন সিলেট অধিনায়ক মাশরাফি। তিনি নিজেসহ সিলেটের বোলাররা দুর্দান্ত বোলিং করে দেড়শর নিচে আটকে দেন কুমিল্লাকে (১৪৯/৬)। জাকের আলী ৪৩ বলে ৫৭ ও ডেভিড মালান ৩৯ বলে ৩৭ রান করেন। মোহাম্মদ আমির ও থিসারা পেরেরা দুটি করে উইকেট নেন। এছাড়া মাশরাফি ও ইমাদ ওয়াসিম নেন একটি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে দলীয় ১২ রানের মাথায় পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হারিসকে হারালেও জিততে অসুবিধা হয়নি সিলেটের। তৌহিদ হূদয় টানা দ্বিতীয় ম্যাচে হাফসেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন। বরিশালের বিপক্ষে ৫৫ রান করা এই ডানহাতি ব্যাটার আজ করেন ৩৭ বলে ৫৬ রান। মুশফিকুর রহিম ২৮, জাকির হাসান ২০ ও নাজমুল হোসেন শান্ত ১৯ রান করে দারুণ সঙ্গ দেন তৌহিদ হূদয়কে। কুমিল্লার মোহাম্মদ নবি ও খুশদিল শাহ দুটি করে উইকেট নেন।

কোন মন্তব্য নেই