চীনা অ্যাপের মাধ্যমে পাঠানো যাবে চুম্বন! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চীনা অ্যাপের মাধ্যমে পাঠানো যাবে চুম্বন!


কাছে থাকা মানুষের প্রতি ভালোবাসা প্রকাশে চুমু দেয় মানুষ। কিন্তু দূরে থাকা প্রিয় মানুষটিকে? তাদের প্রতি ভালোবাসা প্রকাশের উপায় উন্মোচন করল চীনা প্রযুক্তি। সিলিকন ঠোঁটের মাধ্যমে চুম্বন পাঠিয়ে দেয়া যাবে পৃথিবীর যেকোনো প্রান্তের প্রিয়জনের কাছে। খবর সিএনএন।


ডিভাইসটির বিজ্ঞাপন এর মধ্যেই ঝড় তুলেছে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে।


অদ্ভুত আবিষ্কারটি করেছে চ্যাংচুও ভোকেশনাল ইনস্টিটিউট অব মেকাট্রনিক টেকনোলজি।


সেন্সর যুক্ত থাকবে ডিভাইসটিতে। ব্যবহারকারী সেখানে চুমু দিলে তার চাপ, গতি, তাপমাত্রা ধারণ করে রাখা হবে। রেকর্ড করে রাখবে শব্দ। তারপর চুম্বন ‘সেন্ড’ করা যাবে প্রিয়জনকে।


তবে অনেকে এই ডিভাইসের সমালোচনায় সরব হয়েছেন। কেউ একে ‘নোংরা’ বলে অভিহিত করেছেন। কেউ মনে করছেন অপ্রাপ্তবয়স্করা এর মধ্য দিয়ে অনৈতিক কিছুতে জড়িয়ে পড়তে পারে।


চুম্বন পাঠাতে হলে ব্যবহারকারীকে মোবাইলে অ্যাপ ডাউনলোড দিতে হবে। এরপর মোবাইলের পোর্টে ডিভাইসটি সংযুক্ত করতে হবে। অ্যাপের মাধ্যমে যুক্ত হওয়ার পর ভিডিও কল করা যাবে।


এ আবিষ্কারে নেতৃত্ব দেয়া জিয়াং চংলি বলেন, ‘‌বিশ্ববিদ্যালয় জীবনে আমি এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলাম। তার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল ফোন। সেখান থেকেই এমন একটি ডিভাইস তৈরির অনুপ্রেরণা পাই।’


সম্পর্কের বাইরেও অপরিচিতদের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকবে অ্যাপটিতে। যদি তারা পরস্পরকে পছন্দ করে, তাহলে চুম্বন দেয়া-নেয়া করা যাবে সহজেই। কোন ব্যবহারকারী চাইলে নিজের চুম্বন আপলোড করে রাখতে পারবেন। অন্যরা সেটা ডাউনলোড দিয়ে উপভোগ করবে।


চীনের বৃহত্তম অনলাইন শপ তাওপাও। সেখানে ডিভাইসটির দাম দেখা যাচ্ছে ৪১ ডলার বা ২৮৮ ইউয়ান।  

কোন মন্তব্য নেই