উইন্ডোজ ১১-তে আপডেটের ভুল বার্তা মাইক্রোসফটের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

উইন্ডোজ ১১-তে আপডেটের ভুল বার্তা মাইক্রোসফটের


উইন্ডোজ ১০-১১-তে আপডেটের জন্য কম্পিউটারের নির্ধারিত কিছু বৈশিষ্ট্যের কথা শুরুতেই জানিয়েছে মাইক্রোসফট। তবে চলতি সপ্তাহে আপডেট দেয়া সম্ভব না এমন সব কম্পিউটার আপডেটের ভুল বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। টুইটারের এক ব্যবহারকারী ফ্যান্টমওশান৩ প্রথম এ ভুল বার্তার বিষয়টি দেখতে পায়। নোটিফিকেশনে দেখানো হয়, ২ জিবি র‍্যাম থাকলেও সফটওয়্যার আপডেট সম্ভব। এক সাপোর্ট নথিতে ঘটনাটি নিশ্চিত করেছে মাইক্রোসফট। নোটিফিকেশন দেখানো হলেও আপডেট দেয়া যাবে না বলেও জানানো হয়েছে। এনগ্যাজেট

কোন মন্তব্য নেই