দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার


সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (২৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৮টির বা ৯.৮৯ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, আগের কার্যদিবসে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৬.২০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৬১.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.৬০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে লিগ্যাসি ফুটওয়্যার ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।


এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনিক হোটেলের ৮.৫৬ শতাংশ, ইনটেক লিমিটেডের ৮.৪৯ শতাংশ, সমতা লেদার কমপ্লেক্সের ৭.৮০ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৫.০৩ শতাংশ, আজিজ পাইপের ৪.৭৭ শতাংশ, বাংলাদেশ অটোকারসের ৪.৪১ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৪.৩০ শতাংশ, রুপালী লাইফ ইন্সুরেন্সের ৩.৭৯ শতাংশ এবং প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ২.৪৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

কোন মন্তব্য নেই