গেমারদের জন্য আসছে Oppo K13 Turbo - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গেমারদের জন্য আসছে Oppo K13 Turbo


ভারতীয় বাজারে আসতে চলেছে Oppo K13 Turbo সিরিজ। ১১ আগস্ট দুপুর ১২টায় এই সিরিজের স্মার্টফোনগুলো আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে।


সম্ভাবনা রয়েছে যে, এর দাম শুরু হবে ৪০ হাজার টাকারও নিচে।


এই সিরিজে থাকছে দুটি মডেল— Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro। এর আগে জুলাই মাসে এই ফোনগুলো চীনে লঞ্চ হয়েছিল। এবার ভারতীয় গ্রাহকদের জন্য আসছে আরও আপগ্রেড ভার্সন, তাও ইন-বিল্ট কুলিং ফ্যান-সহ! গেম খেলতে খেলতে ফোন গরম হয়ে যাওয়ার সমস্যা যাঁদের নিত্যসঙ্গী, তাঁদের জন্য এটি হতে চলেছে বিশেষ আকর্ষণ।


কী থাকছে Oppo K13 Turbo সিরিজে?


এই ফোনে থাকবে একটি ইন-বিল্ট ফ্যান, যা গেমিং বা ভিডিও দেখার সময় ফোন ঠান্ডা রাখবে।

ফোনে থাকছে ৭০০০ স্কোয়ার মিলিমিটারের ভেপার চেম্বার এবং ১৯,০০০ স্কোয়ার মিলিমিটারের গ্রাফাইট লেয়ার – যা তাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে।


Oppo K13 Turbo Pro মডেলে থাকবে Qualcomm Snapdragon 8s Gen 4 প্রসেসর।


অপরদিকে, K13 Turbo মডেলটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 8450 চিপসেট।


ফোনে থাকবে AI-চালিত Gemini ফিচার, যা ফোনকে আরও স্মার্ট করে তুলবে।


কানেক্টিভিটির দিক থেকে থাকবে Wi-Fi 7, 5G এবং Bluetooth 6.0 সাপোর্ট।


এই ফোনগুলোর জন্য ইতোমধ্যেই Flipkart-এ একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে, অর্থাৎ অনলাইনে Flipkart ও Oppo India Store থেকে ফোনগুলো কেনা যাবে।

কোন মন্তব্য নেই