বাংলাদেশ পুলিশে বড় রদবদল: একসঙ্গে ৮০ কর্মকর্তার পদোন্নতি, প্রজ্ঞাপন জারি
বাংলাদেশ পুলিশে বড় রদবদল: একসঙ্গে ৮০ কর্মকর্তার পদোন্নতি, প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক | টাইমস এক্সপ্রেস ২৪ | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, সকাল ১০:৪৫
বাংলাদেশ পুলিশে একযোগে ৮০ জন পরিদর্শককে (Inspector) পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে তিনটি পৃথক প্রজ্ঞাপনে এই পদোন্নতির ঘোষণা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বিভাগভিত্তিক তালিকা:
-
৩৩ জন নিরস্ত্র পরিদর্শক
-
২৯ জন সশস্ত্র পরিদর্শক
-
১৮ জন শহর ও যানবাহন বিভাগের পরিদর্শক
সব মিলিয়ে ৮০ কর্মকর্তাকে বিসিএস (পুলিশ) ক্যাডারে এএসপি পদে পদোন্নতি দিয়ে পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের সিনিয়র সচিব বরাবর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যোগদানপত্র দাখিল করতে হবে। আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

কোন মন্তব্য নেই