মেট্রোরেলের নতুন নিয়মে ক্ষোভ, ৫ মিনিট থাকলেও কাটবে ১০০ টাকা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মেট্রোরেলের নতুন নিয়মে ক্ষোভ, ৫ মিনিট থাকলেও কাটবে ১০০ টাকা

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত





মেট্রোরেলের নতুন নিয়মে ক্ষোভ, ৫ মিনিট থাকলেও কাটবে ১০০ টাকা

নিজস্ব প্রতিবেদক | টাইমস এক্সপ্রেস ২৪ | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, দুপুর ১২:০০

ঢাকা মেট্রোরেলের নতুন নিয়মে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। এখন থেকে স্টেশনে ঢুকে কার্ড স্ক্যান করার পর ট্রেনে না উঠলেও, বা পাঁচ মিনিটের মধ্যেই বেরিয়ে গেলেও দিতে হবে ১০০ টাকা ভাড়া।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, সোমবার (২০ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে এই নিয়ম। সব স্টেশনে এরই মধ্যে নোটিশ টাঙানো হয়েছে।

নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে:

“একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি–এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে।”

আগে ৫ মিনিটের মধ্যে স্টেশন ত্যাগ করলে কোনো টাকা কাটা হতো না। কিন্তু নতুন নিয়মে এখন যেকোনো কারণেই স্টেশন থেকে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটা হবে।

এই সিদ্ধান্তে যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, “হঠাৎ অসুস্থ হলে বা জরুরি প্রয়োজনে বের হতে হলে কেন ১০০ টাকা জরিমানা দিতে হবে?”

যাত্রীদের মতে, ভাড়া ফাঁকি রোধের জন্য ন্যূনতম ভাড়া কাটা যেতে পারে, তবে সরাসরি ১০০ টাকা কাটা ‘অযৌক্তিক’ ও ‘অত্যধিক কঠোর’।

কোন মন্তব্য নেই