মেয়েরা গুগলে সবচেয়ে বেশি খোঁজেন যে ১০টি বিষয়—জানলে অবাক হবেন আপনি! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মেয়েরা গুগলে সবচেয়ে বেশি খোঁজেন যে ১০টি বিষয়—জানলে অবাক হবেন আপনি!

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মেয়েরা গুগলে সবচেয়ে বেশি খোঁজেন যে ১০টি বিষয়—জানলে অবাক হবেন আপনি!



নিজস্ব প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪

গুগল এখন সবার জীবনের অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে মেয়েদের কাছে গুগল একপ্রকার ‘ডিজিটাল বন্ধুই’। তবে গুগলের সার্চ ডেটা বলছে, কিছু নির্দিষ্ট বিষয়ে মেয়েদের কৌতূহল সবচেয়ে বেশি—যেগুলো তারা সাধারণত প্রকাশ্যে বলতে চান না।

চলুন দেখে নেওয়া যাক, গোপনে মেয়েরা গুগলে সবচেয়ে বেশি খোঁজেন যে ১০টি বিষয়—

১️বলিরেখামুক্ত ত্বক পাওয়ার উপায়
৩০ বছর পার হলেই ত্বকের যত্নে চিন্তা বেড়ে যায়। তাই বলিরেখা দূর করতে মেয়েরা সার্চ করেন ঘরোয়া টোটকা থেকে শুরু করে আধুনিক অ্যান্টি-এজিং স্কিন কেয়ার পর্যন্ত।

২️ স্মোকি আই মেকআপ শেখার সহজ টিপস
চোখের স্মোকি লুক এখন ট্রেন্ডি, কিন্তু ভুলভাবে করলে ‘পান্ডা লুক’-এর ঝুঁকি! তাই মেয়েরা খোঁজেন স্টেপ-বাই-স্টেপ গাইড ও ভিডিও টিউটোরিয়াল।

৩️ চোখের ফোলাভাব দূর করার উপায়
স্ট্রেস, ঘুমের অভাব কিংবা অ্যালার্জি—যেকোনো কারণেই চোখ ফোলতে পারে। তাই মেয়েরা গুগলে খোঁজেন শসা, বরফ বা চা-ব্যাগের মতো ঘরোয়া প্রতিকার কতটা কার্যকর।

৪️চুল ধোয়ার সঠিক নিয়ম
তৈলাক্ত না কি শুষ্ক চুল? কয়দিন পরপর শ্যাম্পু করব?—এই প্রশ্নগুলো গুগলে সবচেয়ে বেশি খোঁজেন মেয়েরা।

৫️ অবাঞ্ছিত লোম দূর করার নিরাপদ উপায়
ওয়াক্সিং, শেভিং নাকি লেজার—কোনটা ভালো? পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না, এসব নিয়েও প্রচুর সার্চ হয়।

৬️ কনসিলার ব্যবহারের সঠিক নিয়ম
ডার্ক সার্কেল ঢাকতে চাইলে সঠিক শেড আর টেকনিক জরুরি। তাই কনসিলার ব্যবহারে গুগলের টিপসেই ভরসা করেন অনেকেই।

৭️ ট্যাটু কি ত্বকের জন্য ক্ষতিকর?
ট্যাটু করার আগে মেয়েরা জানতে চান ইনফেকশন, অ্যালার্জি বা পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত।

৮️ চুল দ্রুত লম্বা করার উপায়
অ্যালোভেরা, নারকেল তেল, পেঁয়াজের রস—চুল লম্বা করতে এসব উপাদানের ব্যবহার নিয়ে গুগলে সার্চের সংখ্যা আকাশচুম্বী।

৯️ ত্বক উজ্জ্বল করার কার্যকর উপায়
ফর্সা নয়, এখন লক্ষ্য ‘গ্লোয়িং স্কিন’। তাই মেয়েরা সার্চ করেন স্কিন ব্রাইটেনিং সিরাম থেকে শুরু করে ঘরোয়া রেমেডি পর্যন্ত।

🔟 নিজের ত্বকের ধরন কীভাবে চেনা যাবে?
সঠিক স্কিন কেয়ার রুটিনের প্রথম ধাপই হলো নিজের ত্বকের ধরন জানা। মেয়েরা চান সহজ উপায়ে জানতে—তাদের ত্বক তৈলাক্ত, শুষ্ক না কি মিশ্র।

কোন মন্তব্য নেই