পুতিনের সঙ্গে বৈঠক বাতিল: ‘সময় নষ্ট করতে চাই না’—ট্রাম্প - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পুতিনের সঙ্গে বৈঠক বাতিল: ‘সময় নষ্ট করতে চাই না’—ট্রাম্প

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

পুতিনের সঙ্গে বৈঠক বাতিল: ‘সময় নষ্ট করতে চাই না’—ট্রাম্প



আন্তর্জাতিক ডেস্ক:
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠকের পরিকল্পনা স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, ‘অদূর ভবিষ্যতে’ দুই নেতার মধ্যে কোনো বৈঠকের সম্ভাবনা নেই।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বৈঠকের কথা থাকলেও ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের অবস্থান পরিষ্কার হওয়ার পর সেটি আপাতত বাতিল করা হয়।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ইউক্রেন কোনো ভূখণ্ড ছাড় না দিয়ে যুদ্ধবিরতি চায়, যা যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

গত সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে ফোনালাপ হয়। সেখানে লাভরভ বলেন, “আলাস্কা সম্মেলনের পর থেকে রাশিয়ার অবস্থান অপরিবর্তিত রয়েছে।”

এর পরদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন,

“আমি অকারণ বৈঠক চাই না। সময় নষ্ট করতে চাই না—দেখি কী হয়।”

এই সিদ্ধান্তের ফলে ট্রাম্প–পুতিন ফোনালাপের পর শুরু হওয়া সীমিত কূটনৈতিক প্রচেষ্টারও সমাপ্তি ঘটেছে।

পুতিন আগেই প্রস্তাব দিয়েছিলেন, রুশ বাহিনীর দখলে থাকা খেরসনজাপোরিঝঝিয়ার কিছু অংশ ছেড়ে দেওয়ার বিনিময়ে দোনেৎস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ মস্কোকে দেওয়ার। তবে ট্রাম্প এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, “দোনেৎস্ক যেমন আছে, তেমনই থাকা উচিত। বর্তমান ফ্রন্টলাইনেই থামো, ঘরে ফিরে যাও, যুদ্ধ বন্ধ করো।”

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তাঁর দেশ পশ্চিমা মিত্রদের সঙ্গে একই অবস্থানে আছে। তবে তিনি অভিযোগ করেন, ট্রাম্পের টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ বিলম্বিত করায় রাশিয়া আলোচনায় আগ্রহ হারিয়েছে।

এর আগে শুক্রবার ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে ওয়াশিংটনে উত্তেজনাপূর্ণ বৈঠক হয়। সেখানে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড় দেওয়ার প্রস্তাব দেয়, যা কিয়েভ সরাসরি প্রত্যাখ্যান করে।

এদিকে, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ডসহ আটটি ইউরোপীয় দেশ ও ইউরোপীয় কমিশন বর্তমান যুদ্ধক্ষেত্রের সীমারেখা ধরে যুদ্ধবিরতির পক্ষে যৌথ বিবৃতি দিয়েছে।

তবে কিয়েভের অবস্থান স্পষ্ট—রাশিয়ার দখলে থাকা কোনো ভূখণ্ডকে তারা স্বীকৃতি দেবে না। যদিও বিদ্যমান সীমারেখায় যুদ্ধবিরতি মানতে তারা প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছে, যা কার্যত রাশিয়ার হাতে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড থেকে যাবে।

কোন মন্তব্য নেই