কুমিল্লার মেঘনায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
কুমিল্লার মেঘনায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪
কুমিল্লার মেঘনা উপজেলায় পুকুরে ডুবে আরাফাত হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ১০টার দিকে মানিকারচর ইউনিয়নের জলারপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খেলার সময় অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায় আরাফাত। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর শিশুটিকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহেল আহমেদ আরাফাতকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কোন মন্তব্য নেই