হিজলায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার, ১১ জেলের জেল ও জরিমানা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হিজলায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার, ১১ জেলের জেল ও জরিমানা

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত





 হিজলায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার, ১১ জেলের জেল ও জরিমানা

অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

বরিশালের হিজলায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার করার দায়ে ১১ জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে কয়েকজনকে কারাদণ্ড ও বাকি জেলেদের জরিমানা করা হয়

শনিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার মেঘনা নদীতে উপজেলা মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে এসব জেলেকে আটক করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, অভিযানে আটক ১১ জনের মধ্যে ৫ জনকে আট দিন করে কারাদণ্ড, একজনকে ২০ হাজার টাকা জরিমানা এবং ৪ জনকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া এক কিশোর জেলেকে বয়স কম হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে

এর আগের দিন শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলেও একই নদীতে মা ইলিশ ধরার অভিযোগে আরও ১৬ জন জেলেকে আটক করা হয়। তাদের মধ্যে ১৩ জনকে কারাদণ্ড এবং ৩ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছিল।

অভিযান চলাকালীন কর্তৃপক্ষ ইলিশ সংরক্ষণে চলমান সরকারি নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের আশ্বাস দিয়েছে।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে মা ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

কোন মন্তব্য নেই