দীপাবলিতে ২৫০ কোটি টাকার স্বপ্নের বাড়িতে উঠছেন রণবীর–আলিয়া - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দীপাবলিতে ২৫০ কোটি টাকার স্বপ্নের বাড়িতে উঠছেন রণবীর–আলিয়া

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

দীপাবলিতে ২৫০ কোটি টাকার স্বপ্নের বাড়িতে উঠছেন রণবীর–আলিয়া

অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট অবশেষে তাদের বহু প্রতীক্ষিত স্বপ্নের বাড়িতে উঠছেন দীপাবলির দিনেই। প্রায় দুই বছর ধরে নির্মাণাধীন থাকা এই বাড়িটি এখন মুম্বাইয়ের সবচেয়ে আলোচিত সম্পত্তিগুলোর একটি।

পালি হিল এলাকায় অবস্থিত ছয়তলা বিশিষ্ট এই বাড়িটির মূল্য প্রায় ২৫০ কোটি রুপি, যা বলিউডে এখন পর্যন্ত সবচেয়ে দামি তারকা বাড়ি বলে জানা গেছে। এমনকি শাহরুখ খানের আইকনিক ‘মান্নাত’-এর চেয়েও বিলাসবহুল হিসেবে বিবেচিত হচ্ছে রণবীর–আলিয়ার এই নতুন আশ্রয়।

বাড়িটি মূলত রাজ কাপূর ও কৃষ্ণা রাজ কাপূরের পুরোনো বাসভবন, যা আশির দশকে ঋষি কাপূর ও নীতু কাপূরের নামে হস্তান্তর করা হয়। উত্তরাধিকার সূত্রে সেটিই এখন রণবীর কাপুরের হাতে এসেছে, এবং আলিয়ার সঙ্গে এই বাড়িতেই শুরু হচ্ছে তাদের নতুন জীবন অধ্যায়।

গৃহপ্রবেশ অনুষ্ঠানে তারা ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন। তবে এর আগেই তারকাদম্পতি অতিথিদের জন্য একটি বিশেষ সতর্কবার্তাও পাঠিয়েছেন।

নিমন্ত্রণপত্রে তারা লিখেছেন—

“দীপাবলির সময় আমরা জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি। সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমরা চাই, আগামী দিনগুলোতে আমাদের পরিবারের গোপনীয়তা যেন বজায় থাকে। সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা।”

সম্প্রতি বাড়ির কিছু অন্তরঙ্গ ছবি অনুমতি ছাড়াই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিরক্তি প্রকাশ করেছিলেন আলিয়া ভাট। তাই এবার তারা নতুন বাড়িতে গোপনীয়তা রক্ষার ব্যাপারে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

রণবীর–আলিয়ার এই বাড়ি নিয়ে ইতিমধ্যেই বলিউডে চলছে ব্যাপক আলোচনা—অনেকে একে বলছেন ‘বিনোদন দুনিয়ার সবচেয়ে অভিজাত তারকা বাড়ি’।

কোন মন্তব্য নেই