ইসরায়েলে ফেরত গেল আরও এক জিম্মির মরদেহ, নিশ্চিত করল হামাস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইসরায়েলে ফেরত গেল আরও এক জিম্মির মরদেহ, নিশ্চিত করল হামাস

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ইসরায়েলে ফেরত গেল আরও এক জিম্মির মরদেহ, নিশ্চিত করল হামাস

অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের কাছে আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে রেডক্রসের মাধ্যমে মরদেহটি ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কাছে পৌঁছায়।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়, ফেরত পাওয়া জিম্মির মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে—তিনি এলিয়াহু মার্গালিত (৭৫)

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী, এলিয়াহুকে ২০২৩ সালের ৭ অক্টোবর হত্যা করা হয় এবং তার মরদেহ কিবুৎজ নির ওজের হর্স স্টেবল থেকে গাজায় অপহরণ করা হয়েছিল। ওই বছরের ডিসেম্বরে সামরিক বাহিনী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিল।

হামাস জানিয়েছে, গাজার ধ্বংসস্তূপের নিচে এখনও কিছু জিম্মির মরদেহ রয়েছে, যা উদ্ধার করে ধীরে ধীরে ফেরত দেওয়া হবে।

এ নিয়ে এখন পর্যন্ত ১০ জন জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস। সংগঠনটির কাছে মোট ২৮ জন জিম্মির মরদেহ থাকার কথা জানানো হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। চুক্তির আওতায় ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস, এর বিনিময়ে ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে এবং গাজায় সামরিক অভিযান স্থগিত রেখেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, “সব জিম্মির মুক্তি না হওয়া পর্যন্ত আমরা শান্ত হব না।”
অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেছেন, হামাস প্রতিশ্রুতি না মানলে ইসরায়েল আবারও সামরিক অভিযান শুরু করবে।

কোন মন্তব্য নেই