ছেলে আলিয়ারের সঙ্গে ঘরোয়া ক্রিকেটে মেতে উঠলেন শাহিন আফ্রিদি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ছেলে আলিয়ারের সঙ্গে ঘরোয়া ক্রিকেটে মেতে উঠলেন শাহিন আফ্রিদি

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 ছেলে আলিয়ারের সঙ্গে ঘরোয়া ক্রিকেটে মেতে উঠলেন শাহিন আফ্রিদি

অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি এবার আলোচনায় এসেছেন মাঠের বাইরে—নিজের ছেলে আলিয়ার আফ্রিদিকে নিয়ে ক্রিকেট খেলায় মাতার আনন্দঘন মুহূর্তে।

সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, শাহিন ঘরোয়া পরিবেশে ছেলে আলিয়ারের সঙ্গে ব্যাট-বল হাতে খেলছেন। ছোট্ট আলিয়ার বাবাকে হারানোর চেষ্টা করছে, এমন দৃশ্যেই ভরে উঠেছে ভিডিওটি।

ভিডিওটির ক্যাপশনে শাহিন লিখেছেন, “হুম... বাবাকে হারানোর চেষ্টা করছে।”

পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শাহিন ও তার ছেলেকে নিয়ে ভক্তরা ভালোবাসা ও শুভকামনার বন্যা বইয়ে দিয়েছেন।

ভক্তদের অনেকেই মন্তব্য করেছেন, “আলিয়ার হয়তো ভবিষ্যতের আরেক শাহিন হতে যাচ্ছে!” কেউ কেউ লিখেছেন, “বাবা-ছেলের এই বন্ধন সত্যিই হৃদয়ছোঁয়া।”

শাহিন বর্তমানে পাকিস্তান জাতীয় দলের অন্যতম প্রধান বোলার। তবে ব্যস্ত ক্রিকেট সূচির মাঝেও পরিবারকে সময় দেওয়ার এই মুহূর্তগুলো ভক্তদের কাছে তাকে আরও প্রিয় করে তুলেছে।

কোন মন্তব্য নেই