গাজা পুনর্গঠনে জরুরি পদক্ষেপের আহ্বান জানালেন এরদোয়ান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গাজা পুনর্গঠনে জরুরি পদক্ষেপের আহ্বান জানালেন এরদোয়ান

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

গাজা পুনর্গঠনে জরুরি পদক্ষেপের আহ্বান জানালেন এরদোয়ান

অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

গাজা দ্রুত পুনর্গঠনের জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, “গাজা এখন সুস্থ হয়ে ওঠা ও পুনর্গঠনের জন্য অবিলম্বে কার্যকর উদ্যোগের অপেক্ষায় আছে।”

শুক্রবার (১৭ অক্টোবর) ইস্তানবুলে অনুষ্ঠিত পঞ্চম তুরস্ক-আফ্রিকা ব্যবসা ও অর্থনৈতিক ফোরামে অংশ নিয়ে এরদোয়ান এ আহ্বান জানান।

এরদোয়ান বলেন, “ইসরায়েলের অতীত আচরণ ভালো নয়। তাই আমরা সতর্ক রয়েছি। গাজার পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সমাজকে এখনই এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, হামাস–ইসরায়েল চুক্তি যাতে দীর্ঘস্থায়ী হয় এবং স্থায়ী শান্তির পথ প্রশস্ত করে, সে জন্য তুরস্ক সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সুদানের চলমান সংঘাত প্রসঙ্গে এরদোয়ান গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “সুদানে রক্তপাত ও সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় যথেষ্ট মনোযোগ দিচ্ছে না। রক্তপাত বন্ধ করা এখন মানবতার দায়িত্ব।”

তুর্কি প্রেসিডেন্ট আরও মন্তব্য করেন, “দুঃখজনকভাবে পশ্চিমা বিশ্ব আফ্রিকার গৃহযুদ্ধ ও সংঘাতকে যেন ওই মহাদেশের নিয়তি হিসেবেই মেনে নিয়েছে। কিন্তু তুরস্ক মানবিক সহায়তা ও শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।”

কোন মন্তব্য নেই