ঘূর্ণিঝড় মেলিসা আঘাত হানছে জ্যামাইকা ও হাইতিতে, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
ঘূর্ণিঝড় মেলিসা আঘাত হানছে জ্যামাইকা ও হাইতিতে, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
ক্যারিবিয়ান সাগরে সৃষ্টি হওয়া ভয়াবহ ৪ নম্বর ক্যাটাগরির ঘূর্ণিঝড় ‘মেলিসা’ ঘণ্টায় প্রায় ২৩০ কিলোমিটার বেগে জ্যামাইকা ও হাইতির দিকে ধেয়ে আসছে। ইতোমধ্যে হাইতির উপকূলে আঘাত হেনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি করেছে এ ঝড়।
আবহাওয়া দপ্তরগুলো জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মেলিসা’র প্রভাবে উপকূলীয় এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। কিউবা ও ক্যারিবীয় সাগরের আশপাশের দ্বীপগুলোতেও বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (NHC)। সংস্থাটি জানিয়েছে, ঝড়টি দ্রুত শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি ৫-এ পরিণত হতে পারে।
এদিকে, জ্যামাইকা সরকার রাজধানী কিংস্টনসহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে জনসাধারণকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। নিচু এলাকা ও বন্যাপ্রবণ অঞ্চলের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে।
স্থানীয় সরকারমন্ত্রী ডেসমন্ড ম্যাকেনজি জানিয়েছেন, রাজধানীর কোনো এলাকাই এখন নিরাপদ নয়। দেশটির দুই আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে এবং জরুরি আশ্রয়ের জন্য ৮৮১টি কেন্দ্র খোলা হয়েছে।
অন্যদিকে, হাইতি সরকার জানিয়েছে, ‘মেলিসা’র প্রভাবে এখন পর্যন্ত তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। ঘরের দেয়াল ধসে এসব হতাহতের ঘটনা ঘটে। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলের সেন্ট-সুজান এলাকায় নদীর পানি বেড়ে বাঁধ ভেঙে একটি সেতু ধ্বংস হয়ে গেছে।
ঝড়ের প্রভাবে ডোমিনিকান প্রজাতন্ত্রের অন্তত ২০০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় প্রায় পাঁচ লাখ মানুষ পানির সংকটে ভুগছেন।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে জ্যামাইকায় সরাসরি আঘাত হানবে ঘূর্ণিঝড়টি। মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে হাইতিতে এর মূল প্রভাব পড়বে। পরবর্তীতে এটি দুর্বল হয়ে কিউবা ও বাহামার দিকে অগ্রসর হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, ‘মেলিসা’ সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ক্যারিবীয় অঞ্চলে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

কোন মন্তব্য নেই