মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান যাচাইয়ে হাইকোর্টে রিট, বিশেষজ্ঞ কমিটি গঠনের দাবি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান যাচাইয়ে হাইকোর্টে রিট, বিশেষজ্ঞ কমিটি গঠনের দাবি

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান যাচাইয়ে হাইকোর্টে রিট, বিশেষজ্ঞ কমিটি গঠনের দাবি



অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

রাজধানীর মেট্রোরেল ও দেশের সব ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জনস্বার্থে এই রিট আবেদন করেন। এতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়েছে, “মেট্রোরেল ও ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের মান নিয়ে প্রশ্ন উঠেছে। এসব স্থাপনায় জনগণের জীবন নিরাপত্তা নিশ্চিত করতে মান যাচাই অপরিহার্য।”

সম্প্রতি মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী আবুল কালামের মৃত্যু হওয়ায় জনগণের উদ্বেগ আরও বেড়েছে বলেও আবেদনটিতে উল্লেখ করা হয়।

চলতি সপ্তাহেই বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন বেঞ্চে রিট আবেদনটির শুনানি হওয়ার কথা রয়েছে।

কোন মন্তব্য নেই