বাণিজ্যচুক্তির কাঠামোতে একমত চীন ও যুক্তরাষ্ট্র, কমছে বৈশ্বিক উত্তেজনা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাণিজ্যচুক্তির কাঠামোতে একমত চীন ও যুক্তরাষ্ট্র, কমছে বৈশ্বিক উত্তেজনা

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বাণিজ্যচুক্তির কাঠামোতে একমত চীন ও যুক্তরাষ্ট্র, কমছে বৈশ্বিক উত্তেজনা


অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

বিশ্ব অর্থনীতির দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্র অবশেষে বাণিজ্যচুক্তির কাঠামো নিয়ে ঐকমত্যে পৌঁছেছে। ফলে দীর্ঘদিনের বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার আশা দেখা দিয়েছে। কোরিয়ায় নির্ধারিত বৈঠকের আগেই এই সমঝোতা হয়।

মালয়েশিয়ায় চলমান আসিয়ান সম্মেলনের ফাঁকে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে এক বৈঠকে এ বিষয়ে চুক্তি হয়।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, নতুন চুক্তির অধীনে ১ নভেম্বর থেকে চীনা পণ্যের ওপর ১০০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি স্থগিত করা হবে। পাশাপাশি টিকটক বিক্রির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলেও উল্লেখ করেন তিনি।

বেসেন্ট আরও বলেন, “চীন আগামী এক বছরের জন্য যুদ্ধবিমান, স্মার্টফোন ও বৈদ্যুতিক গাড়িতে ব্যবহৃত দুর্লভ খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ শিথিল করতে যাচ্ছে।”

চীনের প্রধান বাণিজ্য কর্মকর্তা লি চেংগ্যাং জানান, “আমরা একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছি। এখন উভয় দেশ অভ্যন্তরীণ অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করবে। আমরা পারস্পরিক উদ্বেগ সমাধানে গঠনমূলক আলোচনায় বিশ্বাসী।”

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র ও চীনের এই ঐকমত্য বিশ্বজুড়ে সম্ভাব্য বাণিজ্যযুদ্ধের আশঙ্কা অনেকটাই কমাবে। এতে আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা ফিরবে এবং দুই দেশের মধ্যে নতুন সহযোগিতার দ্বার খুলবে।

এদিকে, মালয়েশিয়ায় প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠক করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উভয় পক্ষ শুল্ক ও বাণিজ্য ইস্যুতে শিগগিরই আলোচনা শুরুর বিষয়ে আশাবাদী।

ট্রাম্পের এই সফর পাঁচ দিনের এশিয়া সফরের অংশ, যা শেষ হবে দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের মাধ্যমে। বৈঠকটি আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


কোন মন্তব্য নেই