মৌলভীবাজারে মাদক কারবারির বাড়িতে অগ্নিসংযোগ, ক্ষুব্ধ জনতার মাইক ঘোষণা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মৌলভীবাজারে মাদক কারবারির বাড়িতে অগ্নিসংযোগ, ক্ষুব্ধ জনতার মাইক ঘোষণা

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মৌলভীবাজারে মাদক কারবারির বাড়িতে অগ্নিসংযোগ, ক্ষুব্ধ জনতার মাইক ঘোষণা


টাইমস এক্সপ্রেস ২৪

মৌলভীবাজার প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪

মৌলভীবাজারের রাজনগরে মাইকে ঘোষণা দিয়ে এক মাদক কারবারির বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ খারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদক কারবারিদের হামলায় পাঁচজন আহত হওয়ার জেরে ক্ষুব্ধ এলাকাবাসী এ হামলা ও আগুন ধরিয়ে দেয়।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় মসুদ নামে এক ব্যক্তি পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার চালিয়ে আসছেন। এর ফলে যুব সমাজ মাদকের দিকে ঝুঁকছিল এবং চুরি-ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যায়। বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি বাসিন্দাদের।

মাদক নির্মূলে গত শনিবার থেকে স্থানীয়রা নিজ উদ্যোগে পাহারা বসায়। রবিবার সকালে তারা একজনকে গাঁজাসহ আটক করে। এ ঘটনার জেরে রাত ১০টার দিকে মাদক কারবারিরা প্রতিবাদকারীদের ওপর হামলা চালায়। এতে অপু (২১), সোহান (২২), বাবু আহমদ (৫৫), ময়নু (৪৫) ও শরীফ (৩৭) আহত হন। আহতদের মৌলভীবাজার ও সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই বিক্ষুব্ধ জনতা মাইকে ঘোষণা দিয়ে মাদক কারবারি মসুদের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।

রাজনগর উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ আলী হোসেন বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ঘরের সব মালামাল পুড়ে গেছে।”

রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর অবস্থান প্রশংসনীয়। তবে, আইন নিজের হাতে তুলে নেওয়া দুঃখজনক। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

কোন মন্তব্য নেই