রোহিত শর্মার ৫০তম সেঞ্চুরি: এলিট ক্লাবে নাম লেখালেন ‘হিটম্যান’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রোহিত শর্মার ৫০তম সেঞ্চুরি: এলিট ক্লাবে নাম লেখালেন ‘হিটম্যান’

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 রোহিত শর্মার ৫০তম সেঞ্চুরি: এলিট ক্লাবে নাম লেখালেন ‘হিটম্যান’


টাইমস এক্সপ্রেস ২৪

ভারতের অধিনায়ক রোহিত শর্মা নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি তুলে নিয়েছেন সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে। ১০৫ বল খেলে ১১টি চার ও ২ ছক্কায় সাজানো এই ইনিংসে গড়েন নতুন মাইলফলক। তিন ফরম্যাট মিলিয়ে এটি তার ৫০তম আন্তর্জাতিক সেঞ্চুরি—যা তাকে প্রবেশ করিয়েছে ক্রিকেটের এক বিশেষ ক্লাবে।

ক্রিকেট ইতিহাসে এত সংখ্যক সেঞ্চুরি হাঁকাতে পেরেছেন মাত্র নয়জন ব্যাটসম্যান। রোহিত শর্মা এখন সেই তালিকায় দশম সদস্য।

এর আগে ৫০ বা তার বেশি আন্তর্জাতিক সেঞ্চুরি রয়েছে—
শচীন টেন্ডুলকার (১০০), বিরাট কোহলি (৮২), রিকি পন্টিং (৭১), কুমার সাঙ্গাকারা (৬৩), জ্যাক ক্যালিস (৬২), জো রুট (৫৮), হাশিম আমলা (৫৫), মাহেলা জয়াবর্ধনে (৫৪) ও ব্রায়ন লারা (৫৩)-এর।

শুধু তাই নয়, এই ইনিংসের মাধ্যমে রোহিত ছাড়িয়ে গেছেন ভারতের কিংবদন্তি ওপেনার বীরেন্দর শেবাগকে। শেবাগের ১৫,৭৫৮ আন্তর্জাতিক রান পেছনে ফেলে ভারতের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারী ওপেনার হয়েছেন রোহিত শর্মা।

রোহিতের এই অর্জন আবারও প্রমাণ করলো—‘হিটম্যান’ নামটি তার জন্যই উপযুক্ত!

কোন মন্তব্য নেই