১৬ বছর বাড়িছাড়া, ব্যবসা হারিয়েছি: গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন লড়াইয়ের ঘোষণা আফরোজা আব্বাসের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

১৬ বছর বাড়িছাড়া, ব্যবসা হারিয়েছি: গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন লড়াইয়ের ঘোষণা আফরোজা আব্বাসের

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

১৬ বছর বাড়িছাড়া, ব্যবসা হারিয়েছি: গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন লড়াইয়ের ঘোষণা আফরোজা আব্বাসের


টাইমস এক্সপ্রেস ২৪ 

বিএনপি নেত্রী আফরোজা আব্বাস বলেছেন, “গত ১৬ বছর আমরা নির্যাতন ও অত্যাচারের শিকার হয়েছি। নিজের বাড়িতে থাকতে পারিনি, ব্যবসা-বাণিজ্য হারিয়েছি। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছি। আমাদের অসংখ্য ভাই শহিদ হয়েছেন। কিন্তু এখনও আমরা পতিত ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া আবর্জনা পরিষ্কার করতে পারিনি। দেশকে এগিয়ে নিতে হলে সেই স্বৈরশাসনের আবর্জনা সরাতে হবে।”

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর সবুজবাগ কালভার্ট রোডে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আফরোজা আব্বাস অভিযোগ করেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশের অর্থনীতি ও রাজনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। আমরা সেই ধ্বংসস্তূপ থেকে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। প্রতিহিংসার রাজনীতি নয়, ভালোবাসা ও ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। আমরা বিশ্বাস করি, সেই সময়েই নির্বাচন হবে। তবে কিছু মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। যারা ভোটাধিকার থেকে জনগণকে বঞ্চিত করেছে, এবার জনগণই তাদের প্রতিহত করবে। নির্বাচন বানচালের চেষ্টা করে কোনো লাভ হবে না।”

সভায় সভাপতিত্ব করেন খিলগাঁও থানা বিএনপির আহ্বায়ক মাসুদ চৌধুরী এবং পরিচালনা করেন সদস্য সচিব মামুনুর রশিদ আকন্দ। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, কেন্দ্রীয় সদস্য হাবিবুর রশিদ হাবিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই