ইসরায়েলকে পশ্চিম তীর দখল পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর
ইসরায়েলকে পশ্চিম তীর দখল পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর
আন্তর্জাতিক ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, বিকেল ৩:৩৮ | আপডেট: বিকেল ৩:৪৯
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলকে অধিকৃত পশ্চিম তীর সংযুক্তকরণের পরিকল্পনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, ইসরায়েলি পার্লামেন্ট (নেসেট) যে পদক্ষেপ নিচ্ছে, তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধ অবসানের পরিকল্পনাকে বিপন্ন করতে পারে। খবর—বিবিসি।
মাত্র এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করেন। এর পরপরই বুধবার ইসরায়েলি পার্লামেন্ট অধিকৃত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার দুটি বিল প্রাথমিকভাবে অনুমোদন দিয়েছে।
যদি এই বিল আইনে পরিণত হয়, তবে পশ্চিম তীর ইসরায়েলের সার্বভৌম ভূখণ্ড হিসেবে বিবেচিত হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন,
“প্রেসিডেন্ট পরিষ্কারভাবে জানিয়েছেন—এটা এমন কিছু নয় যা আমরা এখন সমর্থন করতে পারি। আমরা মনে করি, এই পদক্ষেপ শান্তি প্রক্রিয়ার জন্য একটি বড় হুমকি।”
এদিকে যুক্তরাষ্ট্র যেসব আরব ও ইসলামি দেশকে গাজায় স্থিতিশীলতা বাহিনী পাঠানো ও আর্থিক সহায়তার আহ্বান জানাচ্ছে, তারা স্পষ্ট জানিয়েছে—অধিকৃত পশ্চিম তীর সংযুক্তকরণ একটি ‘রেডলাইন’ এবং এটি মেনে নেওয়া হবে না।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, গাজা যুদ্ধের অবসান, পুনর্গঠন, স্থিতিশীল শাসনব্যবস্থা গঠন ও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করতে রুবিও ইসরায়েল সফর করবেন।
এর আগে বুধবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। বৃহস্পতিবার তার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
বর্তমানে পশ্চিম তীরের বিভিন্ন বসতিতে প্রায় সাত লাখ ইহুদি বসতি স্থাপনকারী বসবাস করে। জাতিসংঘ ও আন্তর্জাতিক মহল এই বসতিগুলোকে আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ বলে বিবেচনা করে।
ইসরায়েল সরকার বাইবেল ও ঐতিহাসিক সংযোগের কথা উল্লেখ করে দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে আসছে। পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন বহু দশক ধরে মধ্যপ্রাচ্য শান্তির প্রধান বাধা হিসেবে বিবেচিত হয়ে আসছে।
উল্লেখ্য, বিলটি পাস হওয়ার এক মাস আগেই প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন—ইসরায়েলকে পশ্চিম তীর সংযুক্তির অনুমতি দেওয়া হবে না।

কোন মন্তব্য নেই