কানতারা টু’ বিশ্বব্যাপী আয় ১ হাজার ৭৩ কোটি টাকা ছুঁয়েছে, কন্নড় সিনেমায় নতুন রেকর্ড - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কানতারা টু’ বিশ্বব্যাপী আয় ১ হাজার ৭৩ কোটি টাকা ছুঁয়েছে, কন্নড় সিনেমায় নতুন রেকর্ড

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 কানতারা টু’ বিশ্বব্যাপী আয় ১ হাজার ৭৩ কোটি টাকা ছুঁয়েছে, কন্নড় সিনেমায় নতুন রেকর্ড



বিনোদন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, বিকেল ৩:৪০ | আপডেট: বিকেল ৩:৪৮

কন্নড় সিনেমার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘কানতারা’ আবারও বাজিমাত করেছে। ঋষভ শেঠি পরিচালিত ও অভিনীত ‘কানতারা টু’ (মূল নাম: Kantara Legend: Chapter One) মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির ২১ দিনেই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ৭৭২.৮৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৭৩ কোটি টাকা

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘কানতারা’ মাত্র ১৬ কোটি রুপির বাজেটে তৈরি হয়ে ৪০০ কোটি রুপির বেশি আয় করেছিল। দর্শক-সমালোচকদের প্রশংসায় ভাসা সেই সিনেমার প্রিকুয়েল হিসেবে নির্মিত হয়েছে ‘কানতারা টু’, যা ২০২৫ সালের ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, সিনেমাটি ভারতের অভ্যন্তরে আয় করেছে ৬৬৪.৩৫ কোটি রুপি (গ্রস) এবং বিদেশে ১০৮.৫ কোটি রুপি। ফলে মোট বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ৭৭২.৮৫ কোটি রুপি

মুক্তির আগেই সিনেমাটি বিপুল অর্থ আয় করে নিয়েছিল। সূত্রমতে, অ্যামাজন প্রাইম ভিডিও সিনেমাটির পোস্ট-থিয়েট্রিক্যাল স্ট্রিমিং রাইটস কিনেছে ১২৫ কোটি রুপিতে—যা কন্নড় সিনেমা ইতিহাসের অন্যতম বড় চুক্তি, ‘কেজিএফ টু’-এর পরের অবস্থানে রয়েছে এটি।

‘কানতারা’ শব্দের অর্থ ‘গহিন জঙ্গল’। সিনেমাটির কাহিনি গড়ে উঠেছে স্থানীয় গ্রামবাসীর দেবতা ‘ভূতা’-কে ঘিরে। তিনটি সময়রেখায় গল্পটি বুনেছেন পরিচালক ঋষভ শেঠি, যিনি একই সঙ্গে চিত্রনাট্য রচনা ও অভিনয়ও করেছেন।

বলি মুভি রিভিউজ জানিয়েছে, ‘কানতারা টু’ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১২৫ কোটি রুপি। সিনেমাটিতে অভিনয় করেছেন জয়রাম, রাকেশ পূজারি, রুক্মিণী, গুলশান প্রমুখ।

সিনেমাটির জনপ্রিয়তা এখনো অব্যাহত রয়েছে, যা কন্নড় ইন্ডাস্ট্রিকে আবারও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় এনে দিয়েছে।

কোন মন্তব্য নেই