মৌলভীবাজারে মনু নদীর বাঁধ ধস, আতঙ্কে স্থানীয়রা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মৌলভীবাজারে মনু নদীর বাঁধ ধস, আতঙ্কে স্থানীয়রা

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মৌলভীবাজারে মনু নদীর বাঁধ ধস, আতঙ্কে স্থানীয়রা

রাজনগর প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, সকাল ১০:৪৮

মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের গণেশপুর এলাকায় মনু নদীর বাঁধে ধস দেখা দিয়েছে। বুধবার (২২ অক্টোবর) রাতে বাঁধের একটি অংশ ধসে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মনু নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে এই ধসের ঘটনা ঘটেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ঘটনাস্থল পরিদর্শন না করে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

বুধবার রাত ৯টার দিকে বিকট আওয়াজ পেয়ে এলাকাবাসী ঘর থেকে বের হয়ে দেখেন বাঁধের কিছু অংশ নদীতে বিলীন হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা তাজুদ মিয়া জানান, “আমরা এই নদীর পাড়ে বসবাস করি। আমার একটি বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে, এখন আরেকটি বাড়িও ঝুঁকিতে।”

আরেক বাসিন্দা রুহেল মিয়া বলেন, “রাত থেকে আতঙ্কে আছি। বাঁধে ভাঙন আরও বাড়তে পারে বলে ভয় পাচ্ছি।”

গণেশপুরের রুদ্রজিত দে বলেন, “বুধবার সন্ধ্যা পর্যন্ত সব ঠিকঠাক ছিল। হঠাৎ রাতে বিকট শব্দ হয়, তারপর দেখি বাঁধের অংশ ধসে পড়েছে। সম্ভবত অবৈধ বালু উত্তোলনের কারণেই এই ধস।”

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, “বিষয়টি এখনো আমার জানা নেই। ঘটনাস্থল পরিদর্শন না করে কিছু বলা সম্ভব নয়।”

রাজনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ্জহুরা বলেন, “আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি যাচাই করব। অবৈধ বালু উত্তোলনের অভিযোগ সত্য প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কোন মন্তব্য নেই