রাশিয়ার দুই তেল কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাশিয়ার দুই তেল কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 রাশিয়ার দুই তেল কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, সকাল ১০:৪১

ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে চাপ সৃষ্টির লক্ষ্যে রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানি রসনেফটলুকঅয়েল–এর ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (২২ অক্টোবর) ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপের ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, “আমি যখনই রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলি, ভালো আলোচনা হয়, কিন্তু বিষয়টি সেখানেই থেমে যায়। এখন সময় এসেছে কঠোর পদক্ষেপের।”

এই নিষেধাজ্ঞার ঘোষণা আসে হাঙ্গেরিতে পুতিনের সঙ্গে পরিকল্পিত বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার একদিন পর।

ওই দিন ইউক্রেনজুড়ে রুশ বোমাবর্ষণে শিশুসহ কমপক্ষে সাতজন নিহত হন।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, “পুতিনের অকারণ যুদ্ধ বন্ধ না করায় নতুন নিষেধাজ্ঞা জরুরি হয়ে পড়েছে। রসনেফট ও লুকঅয়েল সরাসরি ক্রেমলিনের যুদ্ধযন্ত্রে অর্থ জোগায়।”

তিনি আরও বলেন, “এখনই হত্যাযজ্ঞ থামানোর এবং যুদ্ধবিরতি ঘোষণার সময়।”

ওভাল অফিসে বৈঠকের সময় ট্রাম্প জানান, “পুতিন শান্তি প্রতিষ্ঠায় আন্তরিক নন। এই নিষেধাজ্ঞা মস্কোকে আলোচনায় ফিরতে বাধ্য করবে বলে আশা করছি।”

ট্রাম্প বলেন, “আমরা অনেক দিন অপেক্ষা করেছি, এখন সময় এসেছে পদক্ষেপ নেওয়ার।” তিনি আরও জানান, “যদি রাশিয়া যুদ্ধ বন্ধে সম্মত হয়, নিষেধাজ্ঞা প্রত্যাহার সম্ভব।”

ন্যাটো মহাসচিব রুটে এই পদক্ষেপের প্রশংসা করে বলেন, “এটি পুতিনের ওপর আরও চাপ সৃষ্টি করছে, যা শান্তি প্রক্রিয়ায় সহায়ক হবে।”

এর আগে গত সপ্তাহে যুক্তরাজ্যও রসনেফট ও লুকঅয়েলের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা দেয়।

রসনেফট ও লুকঅয়েল প্রতিদিন প্রায় ৩.১ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে, যার মধ্যে রসনেফট একাই রাশিয়ার মোট তেল উৎপাদনের অর্ধেকের সরবরাহ দেয় — বৈশ্বিক উৎপাদনের প্রায় ৬ শতাংশ।

তেল ও গ্যাস রাশিয়ার সবচেয়ে বড় রপ্তানি খাত, যার প্রধান ক্রেতা চীন, ভারত ও তুরস্ক। ট্রাম্প এই দেশগুলোকে রুশ তেল কেনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার মার্কিন নিষেধাজ্ঞাকে “সময়সাপেক্ষ ও প্রয়োজনীয় পদক্ষেপ” হিসেবে আখ্যা দিয়েছেন।

কোন মন্তব্য নেই