গোপালগঞ্জে মোবাইল চার্জ নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে হত্যা — আটক ১ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গোপালগঞ্জে মোবাইল চার্জ নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে হত্যা — আটক ১

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

গোপালগঞ্জে মোবাইল চার্জ নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে হত্যা — আটক ১

 নিজস্ব প্রতিবেদক, টাইমস এক্সপ্রেস ২৪
 প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার

গোপালগঞ্জে মোবাইল চার্জ দেওয়া নিয়ে বিরোধের জেরে আল আমিন মোল্লা (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত আল রাফি শেখ (১৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) গভীর রাতে সদর উপজেলার চরপাথালিয়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আল আমিন চরপাথালিয়া গ্রামের লায়েব আলি মোল্লার ছেলে এবং তিনি পেশায় গাড়িচালক। ঘটনার বিবরণ:

পুলিশ জানায়, রাতে ঢাকা–খুলনা মহাসড়কের দোলা পাম্পের পাশে একটি গ্যারেজে গাড়ির কাজ করছিলেন আল আমিন। এ সময় মোবাইল চার্জ দেওয়া নিয়ে তার সঙ্গে রাফি শেখের কথা কাটাকাটি হয়।

গাড়ির কাজ শেষে গভীর রাতে বাড়ি ফেরার পথে রাফি শেখের নেতৃত্বে ৪–৫ জন যুবক আল আমিনের পথরোধ করে। তারা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে তাকে গুরুতর আহত করে।

 পরিণতি:
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আল আমিনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 পুলিশের বক্তব্য:
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. শাহ আলম জানান,

“ঘটনার সঙ্গে জড়িত রাফি শেখকে হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।”

মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই