মিরপুরের কালো উইকেট দেখে বিস্মিত স্যামি: ‘এমন কিছু জীবনে দেখিনি’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মিরপুরের কালো উইকেট দেখে বিস্মিত স্যামি: ‘এমন কিছু জীবনে দেখিনি’

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মিরপুরের কালো উইকেট দেখে বিস্মিত স্যামি: ‘এমন কিছু জীবনে দেখিনি’


সংবাদ প্রতিবেদন:

ক্রীড়া ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৫:৪৫

৮৬ দিন পর আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। লম্বা বিরতিতে মাঠের উইকেট ও আউটফিল্ডে বড় পরিবর্তনের কাজ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টার্ফ ম্যানেজমেন্টের প্রধান টনি হেমিং দায়িত্ব নেওয়ার পর থেকে এই মাঠে সবচেয়ে বেশি কাজ করেছেন—বিশেষ করে উইকেটের মান উন্নয়নে।

আগামীকাল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে ম্যাচেই পরীক্ষায় পড়বে সেই নতুন উইকেট। তবে ম্যাচের আগেই সেটি নিয়ে চরম বিস্ময় প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ ও সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি

স্যামি বলেন,

“এমন কিছু জীবনেও দেখিনি!”

মূলত উইকেটের কালো রঙ দেখে এমন প্রতিক্রিয়া জানান তিনি। আগেও বাংলাদেশে অসংখ্যবার খেলেছেন, তবে এবার কোচ হয়ে এসে মিরপুরের উইকেটের ভিন্ন চেহারায় অবাক হয়েছেন স্যামি।

বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স অবশ্য এটিকে খুব স্বাভাবিকভাবে দেখছেন। তিনি বলেন,

“মিরপুরের উইকেট সাধারণত যেমন হয়, এবারও তেমনই মনে হচ্ছে। একটু টার্ন থাকবে, যা ভালোই।”

দুই দলের খেলোয়াড়রাই অনুশীলনের আগে উইকেট ঘুরে ঘুরে দেখেছেন। স্যামি গতকাল উইকেটের ছবি তুলেছিলেন ফোনে, আজও তিনি অনেকক্ষণ তা পর্যবেক্ষণ করেন। উইকেটের বেশিরভাগ অংশই কালো, কিছু জায়গায় একেবারে কালচে। তবে বিসিবির দাবি, এবারের উইকেট আগের মতো ধীর বা অনিশ্চিত হবে না।

অতিথি দলের অধিনায়ক শেই হোপ বলেন,

“এই উইকেট আমাদের পরিচিত কন্ডিশনের চেয়ে ভিন্ন। এখানে মূল চ্যালেঞ্জ হলো কত দ্রুত মানিয়ে নিতে পারি। বিশেষ করে ব্যাটিং ইউনিট হিসেবে সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

এখন ক্রিকেটপ্রেমীদের নজর মিরপুরে—টনি হেমিংয়ের উইকেট সংস্কার আসলেই ফল দেবে, নাকি আবারও ধাঁধায় ফেলবে ব্যাটারদের, সেটিই দেখা বাকি।


🔖 বিষয়সমূহ:

মিরপুর উইকেট | ড্যারেন স্যামি | ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ | ক্রিকেট সংবাদ | ওয়ানডে সিরিজ | টাইমস এক্সপ্রেস ২৪

কোন মন্তব্য নেই