ঝাঁপিয়ে ক্যাচ ধরে গুরুতর আহত শ্রেয়াস আইয়ার, আইসিইউতে ভর্তি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঝাঁপিয়ে ক্যাচ ধরে গুরুতর আহত শ্রেয়াস আইয়ার, আইসিইউতে ভর্তি

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত



 

ঝাঁপিয়ে ক্যাচ ধরে গুরুতর আহত শ্রেয়াস আইয়ার, আইসিইউতে ভর্তি



অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

ভারতের ওয়ানডে দলের সহ–অধিনায়ক শ্রেয়াস আইয়ার বর্তমানে সিডনির একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাঠে ঝাঁপিয়ে অসাধারণ এক ক্যাচ ধরতে গিয়ে পাঁজরের চোটে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

শনিবারের ম্যাচে অ্যালেক্স কেয়ারির ক্যাচ নিতে ব্যাকওয়ার্ড পয়েন্টে লাফিয়ে পড়ে আঘাত পান আইয়ার। শুরুতে বিষয়টি তেমন গুরুতর মনে না হলেও, ড্রেসিংরুমে ফেরার পর ব্যথা তীব্র হয়ে ওঠে। পরবর্তীতে বিসিসিআইয়ের চিকিৎসক দল দ্রুত পদক্ষেপ নেয় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

একটি সূত্র জানিয়েছে, “শ্রেয়াস আইয়ার এখন আইসিইউতে রয়েছেন। পরীক্ষায় অভ্যন্তরীণ রক্তক্ষরণ ধরা পড়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে তাকে কমপক্ষে দুই থেকে সাত দিন পর্যবেক্ষণে রাখা হবে। তার সেরে ওঠার গতির ওপর নির্ভর করবে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা।”

চিকিৎসকরা জানিয়েছেন, অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে বিষয়টি প্রাণঘাতী হতে পারত। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল, তবে পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত তাকে হাসপাতালে থাকতে হবে।

৩০ বছর বয়সী এই ব্যাটার বর্তমানে ভারতের টি–টোয়েন্টি দলে নেই। চিকিৎসকের ছাড়পত্র পাওয়ার পর তিনি ভারতে ফিরে বিশ্রামে থাকবেন বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই