শান্তি আলোচনায় প্রস্তুত ইউক্রেন, কিন্তু রুশ দাবিতে ছাড় নয়: জেলেনস্কি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শান্তি আলোচনায় প্রস্তুত ইউক্রেন, কিন্তু রুশ দাবিতে ছাড় নয়: জেলেনস্কি

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

শান্তি আলোচনায় প্রস্তুত ইউক্রেন, কিন্তু রুশ দাবিতে ছাড় নয়: জেলেনস্কি



আন্তর্জাতিক ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভ শান্তি আলোচনায় অংশ নিতে প্রস্তুত, তবে মস্কোর দাবিতে কোনো অঞ্চল ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, রাশিয়া বা বেলারুশ নয়—এর বাইরে কোথাও শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে জেনে তিনি সন্তুষ্ট।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বুদাপেস্টে নির্ধারিত শীর্ষ বৈঠক স্থগিত হয়েছে। রাশিয়া যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইউক্রেনের কিছু অঞ্চল ছেড়ে দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করায় এই বৈঠক বাতিল হয়। তবে ট্রাম্প ইউক্রেনের বর্তমান যুদ্ধসীমা অনুযায়ী তাৎক্ষণিক যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছেন।

জেলেনস্কি বলেন, “আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, সেখান থেকেই কূটনীতির পথে এগোবো। আমাদের দেশের কোনো অংশ আমরা ছাড়ব না, এক ইঞ্চিও নয়।”

তিনি আরও বলেন, “আমেরিকান পক্ষ থেকে এখন প্রকাশ্যে স্পষ্ট বার্তা এসেছে — প্রেসিডেন্ট ট্রাম্প শান্তির বার্তা নিয়ে এগিয়ে এসেছেন। এটা একটি ইতিবাচক সংকেত।”

ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানান, তিনি হাঙ্গেরিসহ অন্যান্য দেশে আলোচনায় অংশ নিতে আগ্রহী, যদিও হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান–এর কিছু অবস্থানের সঙ্গে মতভেদ রয়েছে।

জেলেনস্কির ভাষায়, “ফলাফল যদি ইতিবাচক হয়, তাহলে আল্লাহর রহমত — আলোচনা যেখানেই হোক না কেন, তা গুরুত্ব পায় না। তবে রাশিয়া বা বেলারুশে কোনো আলোচনায় আমরা যাব না।”

কোন মন্তব্য নেই