শরীয়তপুরে এনসিপি জেলা প্রধান সমন্বয়কারীর পদত্যাগ দাবি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শরীয়তপুরে এনসিপি জেলা প্রধান সমন্বয়কারীর পদত্যাগ দাবি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত



শরীয়তপুরে এনসিপি জেলা প্রধান সমন্বয়কারীর পদত্যাগ দাবি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

 টাইমস এক্সপ্রেস ২৪

শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ ছাত্রজনতা। দাবি আদায় না হলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদ্মাসেতু অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে চৌরঙ্গী মোড়ে শহীদ মামুন স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়। প্রায় ৩০ মিনিট ধরে সড়কে যান চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গত মঙ্গলবার (২১ অক্টোবর) একটি রাজনৈতিক সভায় অ্যাডভোকেট রুহুল আমিন আওয়ামী লীগকে ‘ওয়েলকাম’ জানিয়ে বক্তব্য দেন, যা ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের প্রতি বেঈমানি।

তারা বলেন, “আমরা তার অবিলম্বে পদত্যাগ চাই। যদি ২৪ ঘণ্টার মধ্যে তিনি পদত্যাগ না করেন, তাহলে আমরা পদ্মাসেতু অবরোধে নামবো।”

এসময় উপস্থিত ছিলেন—জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী জাহিদুল ইসলাম শিমুল, প্রতিনিধি সাইফুল জামান খান, সদস্য কাজী তরুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব কাউসার আহমেদ আদনানসহ স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, এনসিপি শরীয়তপুর জেলা শাখার মধ্যে সাম্প্রতিক সময়ে নেতৃত্ব ও নীতিগত অবস্থান নিয়ে বিরোধ তীব্র আকার ধারণ করেছে।

কোন মন্তব্য নেই