যুক্তরাষ্ট্র যুদ্ধ উস্কে দিচ্ছে: অভিযোগ ভেনিজুয়েলা প্রেসিডেন্ট মাদুরোর
যুক্তরাষ্ট্র যুদ্ধ উস্কে দিচ্ছে: অভিযোগ ভেনিজুয়েলা প্রেসিডেন্ট মাদুরোর
আন্তর্জাতিক ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ ক্যারিবীয় সাগরে মোতায়েন করে যুক্তরাষ্ট্র ‘যুদ্ধ উস্কে দিচ্ছে’ বলে অভিযোগ করেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
শনিবার (২৫ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই সামরিক পদক্ষেপকে মাদুরো ‘চিরস্থায়ী যুদ্ধ তৈরির ষড়যন্ত্র’ হিসেবে অভিহিত করেছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে মাদুরো বলেন, “তারা প্রতিশ্রুতি দিয়েছিল, আর কোনো যুদ্ধে জড়াবে না। অথচ এখন নিজেরাই একটি নতুন যুদ্ধ তৈরি করছে।”
এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ভূমধ্যসাগর থেকে ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ পাঠানোর নির্দেশ দেন। সর্বোচ্চ ৯০টি যুদ্ধবিমান বহনক্ষম এই রণতরীকে মাদকবিরোধী অভিযানে যুক্ত করা হয়েছে বলে জানায় ওয়াশিংটন।
তবে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র পরিচালিত দশটি বিমান হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। সর্বশেষ শুক্রবারের হামলায় ছয়জন নিহত হয়েছেন বলে হেগসেথ নিশ্চিত করেন। তিনি জানান, হামলার লক্ষ্যবস্তু ছিল ‘ট্রেন দে আরাগুয়া’ নামের এক অপরাধী সংগঠনের নৌযান, যাকে যুক্তরাষ্ট্র “সন্ত্রাসী সংগঠন” হিসেবে ঘোষণা দিয়েছে।
বিশেষজ্ঞরা এই সামরিক তৎপরতার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, এসব হামলা আন্তর্জাতিক আইন ও যুক্তরাষ্ট্রের সংবিধানের পরিপন্থি হতে পারে।
মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের সদস্যরাই প্রেসিডেন্টের এককভাবে হামলার নির্দেশ দেওয়ার ক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “যদি কেউ মাদকবাহী নৌকা ধ্বংস হতে না দেখতে চায়, তাহলে যুক্তরাষ্ট্রে মাদক পাঠানো বন্ধ করুক।”
লন্ডনভিত্তিক গবেষণা সংস্থা চ্যাথাম হাউসের জ্যেষ্ঠ ফেলো ড. ক্রিস্টোফার সাবাতিনি মন্তব্য করেন, “যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আসলে ভেনিজুয়েলায় শাসন পরিবর্তনের ইঙ্গিত। এটি মাদুরোর ঘনিষ্ঠদের ভয় দেখানোর কৌশল, যাতে তারা তার বিরুদ্ধে অবস্থান নেয়।”
এদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন, ওয়াশিংটন প্রয়োজনে স্থল অভিযান চালানোর বিষয়টি উড়িয়ে দিচ্ছে না। তিনি বলেন, “আমরা এখন স্থলভাগের দিকেও নজর দিচ্ছি, কারণ সমুদ্র আমরা ইতিমধ্যেই নিয়ন্ত্রণে রেখেছি।”

কোন মন্তব্য নেই