রাঙামাটির ঝুলন্ত সেতু ৮৬ দিন পর দৃশ্যমান, পর্যটকদের উপচে পড়া ভিড়
রাঙামাটির ঝুলন্ত সেতু ৮৬ দিন পর দৃশ্যমান, পর্যটকদের উপচে পড়া ভিড়
রাঙামাটি প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ৫:৫০ অপরাহ্ণ
প্রায় তিন মাস কাপ্তাই হ্রদের পানিতে ডুবে থাকার পর আবারও দৃশ্যমান হয়েছে রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত সেতু। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল থেকেই সেতুতে পর্যটকদের পদচারণা শুরু হয়েছে, ফলে আবারও প্রাণ ফিরেছে রাঙামাটির পর্যটনে।
পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবছর বর্ষা মৌসুমে উজানের ঢল ও অতিবৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি বেড়ে সেতুটি পানির নিচে চলে যায়। এ বছর ২৯ জুলাই সেতুটি ডুবে যাওয়ার পর পর্যটকদের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।
সম্প্রতি বৃষ্টি কমে আসায় হ্রদের পানি নেমে গেছে। এতে ৮৬ দিন পর সেতুর পাটাতন থেকে পানি সরে গিয়ে ঝুলন্ত সেতুটি পুরোপুরি দৃশ্যমান হয়েছে। ফলে আবারও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে এলাকা।
রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, “প্রায় তিন মাস পর পানি সরে সেতুটি দৃশ্যমান হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করা হয়েছে, কিছু সংস্কার বাকি রয়েছে। সামনে পর্যটন মৌসুমে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছি।”
১৯৮৬ সালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন দুই পাহাড়ের মাঝখানে মনোমুগ্ধকর এই ঝুলন্ত সেতুটি নির্মাণ করে। এটি এখন রাঙামাটির প্রতীক হিসেবে দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করে আসছে। সেতুর চারপাশে সবুজ পাহাড় ও নিচে স্বচ্ছ নীল পানির মনোরম দৃশ্য দর্শনার্থীদের বিমোহিত করে।

কোন মন্তব্য নেই