টঙ্গী থেকে অপহৃত খতিব পঞ্চগড়ে উদ্ধার, বললেন—অপহরণকারীরা বাংলাদেশি মনে হয়নি

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
টঙ্গী থেকে অপহৃত খতিব পঞ্চগড়ে উদ্ধার, বললেন—অপহরণকারীরা বাংলাদেশি মনে হয়নি
পঞ্চগড় প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৭:০৭ | আপডেট: সন্ধ্যা ৭:২২
গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজের একদিন পর বিটিসিএল টিএন্ডটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজী (৬০)–কে পঞ্চগড় থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার হেলিবোর্ড এলাকায় স্থানীয়রা তাকে হাত-পা শিকল দিয়ে বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মুফতি মহিবুল্লাহ মিয়াজী সাংবাদিকদের জানান,
“বুধবার সকালে হাঁটার সময় পাঁচজন অজ্ঞাত লোক একটি অ্যাম্বুলেন্সে এসে আমাকে জোর করে তুলে নেয়। গাড়িতে ওঠানোর পর মাথায় আঘাত করে এবং উলঙ্গ করে অমানবিক নির্যাতন চালায়। তারা শুদ্ধ বাংলায় কথা বলছিল—মনে হয়নি, তারা বাংলাদেশের নাগরিক।”
তিনি আরও বলেন,
“জুমার খুতবায় সামাজিক অবক্ষয়, পারিবারিক মূল্যবোধ ও উগ্রপন্থী সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করতাম। এসব বিষয় নিয়ে কথা বলার কারণে আমাকে ইতোমধ্যে ১২ বার হুমকি দেওয়া হয়েছে। সর্বশেষ ২১ অক্টোবর হুমকিপূর্ণ চিঠি পাই, এরপরের দিনই অপহরণ করা হয়।”
চিঠিতে কী ধরনের হুমকি দেওয়া হতো জানতে চাইলে তিনি জানান,
“চিঠিতে লেখা থাকত—অখণ্ড ভারতের পক্ষে কথা বলতে হবে, চিন্ময় কৃষ্ণের জামিনে সহানুভূতি দেখাতে হবে, এবং মুসলিম মেয়েদের হিন্দু ছেলেদের বিয়েতে উৎসাহ দিতে হবে—এমন মাসআলা দিতে বলা হতো।”
উদ্ধারের পর মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে দেখতে হাসপাতালে যান পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী। তিনি বলেন,
“বিষয়টি পুলিশ বিভাগ তদন্ত করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান,
“স্থানীয়দের খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তার দাবি অনুযায়ী, বুধবার ফজরের নামাজ শেষে টঙ্গী থেকে তাকে অপহরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং টঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।”
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান,
“বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি চেতনা ফিরে পেয়েছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন।”
কোন মন্তব্য নেই