কিশোরগঞ্জে বাবাকে ছুরিকাঘাতে হত্যা, নেশার টাকার জন্য ছেলে গ্রেপ্তার
কিশোরগঞ্জে বাবাকে ছুরিকাঘাতে হত্যা, নেশার টাকার জন্য ছেলে গ্রেপ্তার
কিশোরগঞ্জ প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, বিকেল ৩:২৮
কিশোরগঞ্জে নেশার টাকার জন্য বাবাকে হত্যার দায়ে ছেলে আব্দুল আওয়াল বাদল (৪২)–কে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২২ অক্টোবর) বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চট্টগ্রাম রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে র্যাব-১৪ এ তথ্য জানায়।
কিশোরগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল বলেন,
“গত ১৭ অক্টোবর আব্দুল মালেকের কাছে মাদক কেনার জন্য টাকা চান তার ছেলে বাদল। টাকা না পেয়ে তিনি বাবাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেন। আশঙ্কাজনক অবস্থায় আব্দুল মালেককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
পরে নিহতের ছোট ছেলে খোকন মিয়া বাদী হয়ে গত ১৯ অক্টোবর করিমগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় বড় ভাই আব্দুল আওয়াল বাদলকে প্রধান আসামি করে আরও ৩–৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
র্যাব জানায়, বুধবার বিকেলে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের সহায়তায় বাদলকে গ্রেপ্তার করে।
র্যাব কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদল বাবাকে হত্যার কথা স্বীকার করেছে।
স্থানীয়রা বলেন, নেশার কারণে বাদল দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে দ্বন্দ্বে জড়িত ছিল। ঘটনার পর থেকেই সে আত্মগোপনে ছিল।

কোন মন্তব্য নেই