পাবনায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩
পাবনায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩
টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন যুবদলকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ মাঠে এই সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন—দুজনের মধ্যে কে সঞ্চালকের দায়িত্ব পালন করবেন তা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। কিছু সময়ের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের সমর্থকরা মুখোমুখি অবস্থান নেন।
দলের সিনিয়র নেতারা প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও কিছু সময় পর মঞ্চের পাশেই পুনরায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে চেয়ার ও লাঠি নিয়ে দুই গ্রুপ একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষে ছাত্রদল নেতা তাজ, হুমায়ুন ও সাহাবুদ্দীন আহত হন। তাদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরক বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সামান্য বিশৃঙ্খলায় আমাদের তিনজন কর্মী আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে আহতদের বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে।”
স্থানীয়দের মতে, সংঘর্ষের পর এলাকায় সাময়িক উত্তেজনা দেখা দিলেও পুলিশ উপস্থিত হয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

 
 
 
 
 
 
 
 
 
 
কোন মন্তব্য নেই