সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ আজ মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজের
সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ আজ মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজের
ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, সকাল ০৮:১৬
চট্টগ্রামে আজ সিরিজ বাঁচানোর ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। তিন দিনে দুই ম্যাচের ব্যস্ত সূচিতে গতকাল কোনো অনুশীলন করেনি লিটন দাসের দল। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ ঐচ্ছিক অনুশীলনে অংশ নেয়, তবে প্রথম ম্যাচের খেলোয়াড়রা বিশ্রামেই ছিলেন।
দুই দলই অবস্থান করছে শহরের বিলাসবহুল হোটেল র্যাডিসনে। প্রথম টি–টোয়েন্টির ১৬ রানের জয়ের পর ক্যারিবীয়ানদের লক্ষ্য এখন সিরিজ নিশ্চিত করা। আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে দ্বিতীয় টি–টোয়েন্টি।
বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি মর্যাদা ও আত্মসম্মানের লড়াই। প্রথম ম্যাচে হেরে চাপে থাকা স্বাগতিকরা যদি আজও হারেন, তবে টানা পাঁচ সিরিজ জয়ের রেকর্ড হাতছাড়া হবে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩–০ ব্যবধানে জেতা বাংলাদেশ এবার সেই সাফল্যের পুনরাবৃত্তি চাইবে ঘরের মাঠে।
বিশ্বকাপের আগে লিটনদের হাতে রয়েছে মাত্র পাঁচটি প্রস্তুতি ম্যাচ—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজের বাকি দুই ম্যাচ ও নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে আরও একটি। তাই প্রতিটি ম্যাচই এখন বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ।
বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিব বলেন, “খারাপ দিন গেছে, কিন্তু সিরিজ এখানেই শেষ নয়। সামনে আরও দুই ম্যাচ আছে, ইনশা-আল্লাহ কামব্যাক করব। এখন ব্যাকফুটে যাওয়ার সুযোগ নেই, ঘরের মাঠে সিরিজ জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।”
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজে ২–১ ব্যবধানে হেরে গেলেও টি–টোয়েন্টিতে জয় দিয়ে সফরের সমাপ্তি রঙিন করতে চায়। ফলে আজকের ম্যাচে দুই দলের লক্ষ্য এক—নিজ নিজ লক্ষ্য পূরণে লড়াই জিততে হবে যেভাবেই হোক।
 

 
 
 
 
 
 
 
 
 
 
কোন মন্তব্য নেই