চুয়েটে কাগুজে রোলার কোস্টার প্রতিযোগিতা: শিক্ষার্থীদের সৃজনশীলতার উৎসব ‘এনভিশন ২.০’

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
চুয়েটে কাগুজে রোলার কোস্টার প্রতিযোগিতা: শিক্ষার্থীদের সৃজনশীলতার উৎসব ‘এনভিশন ২.০’
জারীন তাসমীন সাবা
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর ২০২৫ | টাইমস এক্সপ্রেস ২৪
একটি ছোট মার্বেল কেবল কাগজের পথে গড়িয়ে যাচ্ছে—চোখে বিস্ময়, মুখে উত্তেজনা। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগে এমনই প্রাণবন্ত এক দৃশ্য দেখা গেছে দুই দিনব্যাপী প্রতিযোগিতামূলক উৎসব ‘এনভিশন ২.০’-এ।
‘আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্স (এএসসিই)’–এর চুয়েট শাখার আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে শিক্ষার্থীরা অংশ নেয় নানা সৃজনশীল প্রতিযোগিতায়। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল জি কোস্টার কম্পিটিশন—যেখানে কাগজ দিয়ে তৈরি রোলার কোস্টারের ওপর দিয়ে একটি মার্বেল গড়িয়ে যেত, আর শিক্ষার্থীরা প্রতিযোগিতা করত স্থিতিশীলতা ও নকশার দক্ষতায়।
সৃজনশীলতার মেলায় নতুন দিগন্ত
এনভিশন ২.০-এ শুধু রোলার কোস্টার নয়, আরও ছিল অটোক্যাড প্রতিযোগিতা (ক্যাডজিলা), কেইসকুয়েস্ট, রিসার্চ পেপার কম্পিটিশন, মেকানিকস অলিম্পিয়াড ও সাসটেইনেবল সলিউশন প্রেজেন্টেশন। আয়োজকরা জানিয়েছেন, এসব প্রতিযোগিতা শিক্ষার্থীদের উপস্থাপনা দক্ষতা, দলগত কাজের অভ্যাস, সমস্যা সমাধানের ক্ষমতা ও নেতৃত্বগুণ বাড়াতে সহায়তা করবে।
চুয়েটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া ইসলাম ইভা বলেন, “ইনভিশন ২.০-তে টেকসই সমাধান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাস্তবধর্মী সমস্যা সমাধানের সুযোগ পেয়েছি। নতুন অনেক কিছু শিখেছি।”
শিক্ষার্থীদের হাতে ভবিষ্যতের নির্মাতা
এএসসিই চুয়েট শাখার সভাপতি আব্দুল ওয়াদুদ শিমুল বলেন, “আমরা শিক্ষার্থীদের পাঠ্যজ্ঞানকে বাস্তব ইঞ্জিনিয়ারিং ধারণার সঙ্গে যুক্ত করতে চাই। তাদের উচ্ছ্বসিত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করে ভবিষ্যতে আরও বড় আয়োজন করতে।”
পুরকৌশল বিভাগের অধ্যাপক ও অনুষদ উপদেষ্টা ড. আয়েশা আক্তার জানান, “এ বছর ছয়টি সেগমেন্টে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। নতুন যুক্ত ‘সাসটেইনেবল সলিউশন কম্পিটিশন’-এর ভিত্তিতে আমরা একটি দলকে আন্তর্জাতিক পর্যায়ে পাঠানোর পরিকল্পনা করছি।”
ভবিষ্যতের প্রকৌশলীদের সৃজনশীল যাত্রা
শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, দলীয় সহযোগিতা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশে এ ধরনের আয়োজন চুয়েটের শিক্ষাঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করছে। ‘এনভিশন ২.০’ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এটি ভবিষ্যতের প্রকৌশলীদের কল্পনা ও সৃজনশীলতার উৎসব।
কোন মন্তব্য নেই